সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
এবার পূর্ণকুম্ভও। তাও খাস প্রয়াগরাজে। চোখে পড়ার মতো ভক্তসমাগম। ঘন কুয়াশা, প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ‘মোক্ষ’লাভের আশায় স্নান করছেন বহু মানুষ। প্রতি মুহূর্তে রব উঠছে, ‘জয় গঙ্গা মাইয়া’। ১২ বছর পর আয়োজিত পূর্ণকুম্ভে ৪৫ দিনে ৪০ কোটির বেশি পুণ্যার্থী আসবেন বলে আশা প্রশাসনের। সেই কথা মাথায় রেখে মেলা চত্বরকে কড়া নিরাপত্তায় মুড়েছে যোগী আদিত্যনাথের প্রশাসন। সোমবারই ১ কোটির উপর পুণ্যার্থী ডুব দিয়েছেন।
পিছিয়ে নেই সাগরও। পুণ্যলগ্ন শুরু হতেই সাগরে ডুব দিতে উদগ্রীব অনেকে। সোমবার রাত থেকে বহু মানুষ অস্থায়ী ছাউনি খাটিয়ে মেলাপ্রাঙ্গণের আশপাশে থাকতে শুরু করেছেন। কুম্ভ থেকে ঘুরেও অনেকে আসছেন গঙ্গাসাগরে। অনেকে আবার এখান থেকে যাবেন প্রয়াগ। বিশ্বাস একটাই— ‘গঙ্গাসাগরের সর্বত্রই মোক্ষ, জলে-স্থলে-অন্তরীক্ষে।’