সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
রাকেশ গুপ্তা নামে এক পুণ্যার্থী সাগর থেকে স্নান করে এসে বলেন, ‘আমাদের কাছে একটি প্লাস্টিকের ক্যারিব্যাগ ছিল। মেলা প্রাঙ্গণে এক যুবক এসে সেটি নিয়ে নিয়েছেন। বদলে নতুন একটি জুটের ব্যাগ দিয়েছেন।’ আর এক পুণ্যার্থী বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকেও প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার না করার জন্য মেলা প্রাঙ্গণে লাগাতার মাইকিং করা হচ্ছে। কিন্তু লট নম্বর আটে এসে বহু মানুষের হাতেই প্লাস্টিকের ব্যাগ দেখলাম। এখানেও প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল।’ কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামী বলেন, ‘লট নম্বর আটে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সবাইকে সচেতন করা হয়েছে। এখনও কারা ব্যবহার করছেন জানি না। খোঁজ নিয়ে দেখছি। সাধারণ মানুষকে আরও সচেতন করতে হবে।’