সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
এর আগে আর জি কর ইস্যুতে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান চলাকালীন মোবাইল কথোপকথনের একটি অডিও প্রকাশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ওই অডিও প্রকাশ করে তিনি দাবি করেন, অবস্থান মঞ্চে হামলার ছক কষা হচ্ছে। এরপরই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কলতানকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিস কমিশনারেট। এরপর নিম্ন আদালতে তাঁর জামিনের আবেদন নাকচ হলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। বুধ ও বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে। সেই শুনানি শেষে রায়দান সাময়িক স্থগিত রাখেন বিচারপতি। শেষে কলতানের জামিন মঞ্জুর করার পাশাপাশি আদালত জানিয়েছে, গ্রেপ্তারির পর কলতানের বয়ান রেকর্ড করেছে পুলিস। তাঁর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত এই মামলায় আদালতের অনুমতি ছাড়া কলতানের বিরুদ্ধে পুলিসের তদন্ত করারও প্রয়োজনীয়তা নেই। নির্দেশ চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হতে পারে রাজ্য।