নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটা কম সময়ের মধ্যে দুর্গাপুজো সম্পন্ন করতে হবে। পঞ্জিকায় সেরকম নির্ঘণ্টই দেওয়া হয়েছে। স্বল্প সময়ে কীভাবে সমস্ত নিয়মকানুন মেনে পুজো সম্ভব, তা নিয়ে চিন্তায় পড়েছেন পুরোহিত থেকে পুজো উদ্যোক্তারা। এই পরিস্থিতিতে উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে আয়োজিত দুর্গা পূজা প্রশিক্ষণ শিবিরে উৎসাহীদের ভিড় বাড়ছে। ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রশিক্ষণ। প্রাচ্য বিদ্যা অ্যাকাডেমি আয়োজিত এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল ৩৬ বছর আগে। তবে এবার স্বল্প সময়ে পুজোর উপায় জানতে শিবিরের আকর্ষণ অনেকটাই বেশি। শুধু পুরোহিত নয়, সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যোগ দিচ্ছেন। এখনও পর্যন্ত ১২০ জন নাম নথিভুক্ত করেছেন। সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদী শিবিরের উদ্যোক্তারা। শুধু পশ্চিমবঙ্গ নয়, মহারাষ্ট্র, গুজরাত, ত্রিপুরা, ওড়িশা থেকেও যোগ দিতে আসছেন অনেকে। শিবিরের মুখ্য প্রশিক্ষক ডঃ জয়ন্ত কুশারী জানান, বারাণসী থেকে এবার দু’জন আসছেন দুর্গাপূজার প্রশিক্ষণ নিতে। ১৭ থেকে ২০ বছর বয়সের বেশ কয়েকজন যুবক নাম নথিভুক্ত করেছেন।
বেদের সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত দুর্গার পরিচয়, সংস্কৃত ব্যাকরণের প্রাথমিক শিক্ষা, চণ্ডীপাঠ, ন্যাস, স্থপন (মহাস্নান), পূজন, বলিদান, হোম—সবই শেখানো হবে এখানে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, হোম, বলিদান, কুমারী পূজার খুঁটিনাটি সব হাতেকলমে দেখানো হবে শিক্ষার্থীদের। প্রসঙ্গত, এ বছর সূর্যসিদ্ধান্ত( প্রাচীন পদ্ধতি) পঞ্জিকা অনুসারে একই দিনে স্বল্প সময়ের মধ্যে মহাষ্টমী, সন্ধি পূজা ও নবমী বিহিত পূজা শেষ করতে হবে। পরের দিন সকালেই দশমী। ফলে তিনদিনেই পুজো শেষ হয়ে যাচ্ছে। তিথির এই স্বল্পতার মধ্যে কীভাবে বিধি মেনে পুজো করা সম্ভব, তা জানতে বারোয়ারি পূজো উদ্যোক্তারাও তাঁদের পুরোহিতকে শিবিরে নিয়ে আসছেন। পারিবারিক পুজোর রীতিনীতি জানতে শিবিরে আসছেন হাওড়ার ভট্টাচার্য পরিবারের সদস্যরা।