উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতার এন্টালি থানার মতিঝিল কনভেন্ট লেনের বাসিন্দা ওই কিশোরী গত ৮ জুলাই মাকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিস শ্লীলতাহানি ও পকসো আইনে মামলা করে মহম্মদ জাভেদকে গ্রেপ্তার করে। আদালত সূত্রের খবর, পরের দিনই একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেয় ওই কিশোরী। সরকারি আইনজীবী বলেন, সেখানেই মেয়েটি আসল ঘটনার কথা কবুল করে। ওঠে মোবাইল ফোনের প্রসঙ্গ। বলে, তার বাবা তার সঙ্গে দুর্ব্যবহার করেনি। মোবাইল ফোন কিনে না দেওয়ায় রাগের বশেই সে এই কাণ্ড ঘটিয়েছে। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ওই গোপন জবানবন্দির নথি সিল করা খামে পাঠিয়ে দেন পকসোর বিশেষ আদালতের বিচারকের কাছে। বিচারক জীমূতবাহন বিশ্বাস থানায় দায়ের হওয়া অভিযোগের কপি ও গোপন জবানবন্দির নথি দেখে সেদিনই ‘অভিযুক্ত’ বাবাকে মুক্তি দেন।