সংবাদদাতা, কাকদ্বীপ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভিলেজ পুলিসের। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গা গোবিন্দপুর এলাকায়। মৃত ভিলেজ পুলিসের নাম অর্জুন জানা (৩৯)। তিনি পাথরপ্রতিমা থানায় কর্মরত ছিলেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে অর্জুন বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শানু ভাইয়ের মোড়ের কাছে এলে, পিছন দিক থেকে একটি চারচাকার গাড়ি এসে তাঁর বাইকে ধাক্কা দেয়। এতে তিনি বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পাথরপ্রতিমার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক অর্জুনকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিস গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তাঁর প্রতিবেশী দিপালী দিন্দা বলেন, জানা পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন অর্জুন। তাঁর বাবা ও মায়ের বয়স হয়েছে। এমনকী তাঁর ১০ বছরের এক সন্তান রয়েছে। অর্জুনই পুরো পরিবারের ভরসা ছিলেন। কিন্তু হঠাৎ তাঁর এমন মৃত্যুর পর জানা পরিবার অসহায় হয়ে পড়েছে।