নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
রুদ্রপ্রসাদ ছাড়াও এই দলে রয়েছেন রাহুল হালদার, ডাঃ উদ্দীপন হালদার, দেবাশিস মজুমদার ও অরুণাভ সাঁপুই। এই অভিযানকে সামনে রেখে গত কয়েক মাস ধরে তাঁরা লাগাতার প্রশিক্ষণ নিয়েছেন। সিনকুন ইস্ট ও ওয়েস্ট— দুই চূড়ায় এর আগেও পৌঁছেছেন পর্বতারোহীরা। তার পাশেই রয়েছে অনামী এই শৃঙ্গ। লোকমুখে এটি সিনকুন সাউথ নামে পরিচিতি পেয়েছে। এই পঞ্চপাণ্ডব ঠিক করেছেন, দক্ষিণ-পশ্চিম গিরিশিরা ধরে তাঁরা শিখরে পৌঁছবেন। রুদ্রপ্রসাদ বলেন, পুরো অভিযান শেষ করতে ২২-২৫ দিন সময় লাগবে। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মূল অভিযান। আনুমানিক তিনদিন ট্রেকিং করার পর ৫,৩০০ মিটার উচ্চতায় শৃঙ্গের গোড়ায় তৈরি করা হবে বেসক্যাম্প। সেখান থেকেই শুরু হবে অভিযানের শেষ ‘ল্যাপ’। রুদ্রপ্রসাদের কথায়, ২১ ডিসেম্বর থেকে ২১ মার্চের মধ্যে কেউ বেস ক্যাম্প থেকে রওনা হয়ে শৃঙ্গ জয়ের পর ফের বেস ক্যাম্পে ফিরে এলে তাকে শীতকালীন অভিযান হিসেবে গণ্য করা হয়। এই অভিযান সফল হলে অবশ্যই তা নজির সৃষ্টি করবে।