নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
উত্তর ২৪ পরগনার বারাকপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত অধ্যাপক দেবাশিস ভৌমিকের দাবি, সেপ্টেম্বর মাস নাগাদ তিনি প্রথম সারির একটি সংবাদপত্রে ভ্রমণ সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেখেন। তারপর বারাকপুরে অবস্থিত ট্রাভেল বাজার নামক ওই ভ্রমণ সংস্থার অফিসে যোগাযোগ করেন। সেখানে গেলে তাঁকে ভিয়েতনাম ট্যুর প্যাকেজের অফার দেয় সংস্থাটি। তাঁকে বলা হয়, হ্যানয়, হো চি মিন প্যাকেজে ৪ রাত্রি ৫ দিনের তিনজন প্রাপ্ত বয়স্কর জন্য খরচ পড়বে ২ লক্ষ ৭ হাজার টাকা। ওই সংস্থার প্রস্তাবে রাজি হয়ে প্রথমে অগ্রিম বাবদ ৮২ হাজার টাকা দেন দেবাশিসবাবু। অভিযোগ কিছুদিন পর তাঁকে পুরো টাকা মিটিয়ে দিতে চাপ দেয় সংস্থাটি। সেই মতো পরে ১ লক্ষ ৮২ হাজার টাকা মিটিয়ে দেন তিনি। ২০২৪ সালের ১৪ অক্টোবর তাঁদের ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল।
দেবাশিসবাবুর আইনজীবী নিলাদ্রী শেখর ঘোষ জানিয়েছেন, ১৩ অক্টোবর ওই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়। বিশেষ কারণে ট্যুর বাতিল হয়েছে। এরপর ওই সংস্থার কাছে দেওয়া টাকা চাওয়া হলে তারা তা ফেরত দিতে অস্বীকার করে। সেই সঙ্গে হুমকিও দেওয়া হয়। নিলাদ্রীবাবু আরও জানিয়েছেন, এর কিছু দিন পর দেখা যায় বারাকপুরে ওই সংস্থার অফিসটিই নেই। তারা পাততাড়ি গুটিয়েছে। শুধু তাই নয়, সল্টলেকে ওই সংস্থার প্রধান অফিসে যোগাযোগ করলেও সংস্থার কোনও হদিশ মেলেনি।
ঘটনায় টিটাগড় থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিস। শুক্রবার বিচারপতি ঘোষের এজলাসে মামলাটি উঠলে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে এফআইআর দায়ের করে পুলিসকে তদন্ত শুরু করতে হবে। তদন্ত সঠিকভাবে না করলে কী করতে হয়, আদালত তা ভালোই জানে। আগামী সপ্তাহে ফের মামলার শুনানির সম্ভাবনা।