নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
বলেন, ‘মোটরবাইক, স্কুটারের মতো দু’চাকার যানের উপর টোল ট্যাক্স নেওয়া উচিত নয়। স্থানীয় গাড়ি ও যানবাহনকেও ছাড় দেওয়া উচিত। এলাকার মানুষকে বারবার যাতায়াত করতে হবে—সেকথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।’ বিষয়টি নিয়ে তিনি বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক
ও রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
আগে বারাকপুরে ওয়ারলেস মোড় পার করে একটু এগলেই চোখে পড়ত টোল প্লাজা। তবে সেখানে ট্যাক্স সংগ্রহ ছিল অনিয়মিত। অনেকদিন ধরে সেই কাজ পুরোপুরি বন্ধ। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছ’লেনের হওয়ার পর পানপুরে টোল প্লাজার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। কিন্তু ট্যাক্স আদৌ নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত হয়নি। পূর্তসচিব অন্তরা আচার্য বলেন, ‘টোল নেওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। রাজ্য সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে মুড়াগাছার আগে পর্যন্ত ১১ কিলোমিটার বাদ দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে সাধারণের জন্য খুলে দিয়েছি। এই অংশের সবক’টি উড়ালপুল চালু হয়ে গিয়েছে।’ তবে সোদপুরের মুড়াগাছা থেকে কাঁচরাপাড়ার কাঁপা পর্যন্ত ৯৫ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এখন কিছু জায়গায় আলো ও ‘সাইনেজ’ লাগানোর কাজ চলছে। সরকারের সঙ্গে সড়ক নির্মাণকারী সংস্থার চুক্তি অনুযায়ী আর কয়েকদিনের মধ্যে হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন তাদের হাতে এই রাস্তার পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেবে। রাস্তায় আলো না থাকা, খানাখন্দ সহ সমস্যাগুলি মেটাবে তারাই। শুধু তাই নয়, আলোকায়নের জন্য খরচ হওয়া বিদ্যুতের বিলও মেটাবে তারা। প্রসঙ্গত, ছ’লেনের কল্যাণী এক্সপ্রেসওয়ে পুরোদমে চালু হয়ে গেলে নদীয়ার সঙ্গে কলকাতার যোগাযোগে আমূল পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে। কলকাতা বিমানবন্দর থেকে অনেক কম সময়ে পৌঁছে যাওয়া যাবে নদীয়ায়।