নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
এদিন সকাল ১০টা থেকে অবরোধ শুরু হয়। এর ফলে বিভিন্ন জায়গায় মেল এক্সপ্রেস এবং লোকাল ট্রেন আটকে পড়ে। দুর্ভোগে পড়তে হয় ট্রেনযাত্রীদের। বিক্ষোভকারীদের বক্তব্য, ‘আন্ডারপাস বা লেভেল ক্রসিং নির্মাণ না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না।’ প্রায় ঘণ্টা তিনেক অবরোধ চলার পর রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। বিক্ষোভকারীদের দাবির বিষয়ে বিবেচনার আশ্বাস দেন। তারপর ওঠে অবরোধ। ধীরে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়।
দেউলটি এবং কোলাঘাট ষ্টেশনের মাঝে তামুনতলায় কেএম ৫২/১৭ এলাকায় রেলের একটি ফাঁকা জায়গা আছে। সে জায়গা দিয়ে রেললাইন পেরিয়ে নাচক, জলপাই, ওড়ফুলি সহ আশপাশের প্রায় পাঁচটি গ্রামের মানুষ যাতায়াত করেন। একাধিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও স্কুল যাতায়াতের পথে এই রাস্তা ধরে। পাশাপাশি ফুল চাষিরাও অতিরিক্ত দূরত্ব এড়ান এই পথের মাধ্যমে। অভিযোগ. সাধারণ মানুষের যাতায়াত আটকাতে কয়েকদিন আগে জায়গাটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। এরপর শনিবার গভীর রাতে লোহার স্তম্ভ পুঁতে দেওয়া হয়। রবিবার সকাল থেকে মানুষ এই জায়গা দিয়ে যাতায়াত করতে পারেননি। ক্রমে তাঁদের ক্ষোভ বাড়ে। একসময় রাগে ফেটে পড়েন। রেল কর্তৃপক্ষ অমানবিক সিদ্ধান্ত নিয়েছে অভিযোগ তুলে লাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর ফলে আপ ডাউন ও মেন তিনটি লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিস, বাগনান, উলুবেড়িয়া থানা ও রেলের পদস্থ আধিকারিকরা। দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। বিক্ষোভকারীরা প্রতিবারই দ্রুত রাস্তা খুলে দেওয়ার দাবি জানান। কিছু পর রেলের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন। রতন মান্না নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ব্রিটিশ আমল থেকে এই জায়গা দিয়ে যাতায়াত করা হয়। সেই গুরুত্বপূর্ণ রাস্তা রেল জোর করে বন্ধ করেছে। এখন প্রায় তিন কিলোমিটার ঘুরে আমাদের যেতে হবে।’ তিনি জানান, আন্ডারপাস বা লেভেল ক্রসিংয়ের জন্য রেলের বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েও কোন লাভ হয়নি। ১০ বছর এই দাবিতে আন্দোলন চালালেও কোনও সুরাহা হয়নি। বিক্ষোভকারীদের দাবি, মানুষের স্বার্থে অবিলম্বে আন্ডারপাস বা লেবেল ক্রসিং নির্মাণ করতে হবে। রেল সূত্রে খবর, ওই এলাকা দিয়ে দ্রুত গতিতে ট্রেন যাওয়ার কারণে মানুষের নিরাপত্তার স্বার্থেই বন্ধ করা হয়েছে রাস্তা। কাছাকাছি লেবেল ক্রসিংও আছে।