নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
দীর্ঘ সময় ওই ব্যক্তি গ্রেপ্তার না হওয়ায় বনগাঁ আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রদীপকুমার অধিকারী সম্প্রতি পুলিসের কড়া সমালোচনা করেছিলেন। সেই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশ দেন তিনি। পুলিসের পক্ষ থেকে অভিযুক্তের সম্পত্তি ক্রোক করার করার যে আর্জি জানানো হয়েছিল, তা আইন মোতাবেক না হওয়ায় কোর্টের কাছে ভর্ৎসিতও হন তদন্তকারী পুলিস অফিসার।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালের ১২ মার্চ দুপুরে গোপালনগর থানার গাজিপুর গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে গোলমাল বাধে দু’টি পরিবারের মধ্যে। সুব্রত রায় ও তার বাবা‑মা গৌর মণ্ডল নামে এক যুবককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ওই পরিস্থিতিতে আচমকা একটি দা দিয়ে সুব্রত গৌর মণ্ডলকে কোপ মারে। গ্রামবাসীরা ছুটে আসে। জখম যুবককে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের দাদার অভিযোগের ভিত্তিতে পুলিস সুব্রত রায় ও তার বাবা‑মা’র বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে। ঘটনার পরদিন থেকেই ফেরার হয়ে যায় সুব্রত। একাধিকবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু পুলিস গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। এরপরই আদালতের কড়া নির্দেশে পুলিস অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে। সেই জালেই ধরা পড়ে যায় দুবাইতে ঘাপটি মেরে থাকা সুব্রত।