সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
আজ, বুধবার ফলতায় ‘সেবাশ্রয় শিবির’এ হাজির হয়েছিলেন অভিষেক। সেখানে মেদিনীপুর স্যালাইন কাণ্ড নিয়ে সাংবাদিকের প্রশ্নে তিনি জানান, “স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যু দুঃখজনক। কেউ দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কারও গাফিলতি প্রমাণ হলে শান্তি হবেই। স্যালাইন কাণ্ডে যুক্তদের শাস্তি হবেই। কাউকে রেয়াত করা হবে না।”
পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “রাজ্য সরকার এই ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তও চলছে। মানুষের প্রাণ মুক্তোর মতো দামি। ঘটনায় কারও গাফিলতিতে যদি প্রমাণিত হয়,তাহলে কঠোর শাস্তি হবে।”
প্রসঙ্গত, গত শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া মামনি রুইদাসের মৃত্যু ঘটে। আশঙ্কাজনক অবস্থা অপর তিন প্রসূতিরও। পরিবারের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের জেরেই এই কাণ্ড ঘটেছে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিআইডি বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি, কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে অপর তিন প্রসূতির।