সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকলেও, দিনভর আকাশ থাকবে পরিষ্কার। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৪ ডিগ্রি ও ১৬ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী ৪-৫ দিনে শহরে তাপমাত্রা বদলের কোনও আশা নেই। ফলে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকছে না। চার-পাঁচদিন পর অর্থাৎ পরবর্তী সপ্তাহে ফের কমতে পারে তাপমাত্রা। তবে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫-১৬ ডিগ্রির আশেপাশেই। যদিও বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলায় ঠান্ডা কিছুটা বেশি রয়েছে। পাশাপাশি, হাড় কাঁপাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিও।