সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
২০১৪ সালে ফ্ল্যাট কিনেছিলাম। তার কয়েক বছর পর থেকেই বাড়িটি মাটিতে বসতে শুরু করে। তখন প্রোমোটারকে জানাই। আবাসনের বাসিন্দারা মিলে কলকাতা পুরসভাকেও অভিযোগ জানিয়েছিলাম। পুরসভা থেকে ইঞ্জিনিয়ার এসে দেখেও গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আবাসনটি মাটিতে ছয় ইঞ্চি বসে গিয়েছে। তবে নিশ্চিন্ত থাকুন। ভেঙে পড়া বা হেলে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তারপর পুজোর আগে আচমকা পরিস্থিতি আরও খারাপ হয়। তখন সকলেই ঘাবড়ে গিয়েছিলাম। বাড়িতে প্রোমোটারেরও দু’টো ফ্ল্যাট রয়েছে। ওঁর ছেলের নামেই আবাসনটির নাম। প্রোমোটারকে সকলে মিলে চেপে ধরেছিলাম তখন। তারপর হরিয়ানার একটি সংস্থা বাড়িটিতে জ্যাক লাগিয়ে লিফটিং করার কাজ শুরু করে। মঙ্গলবার দুপুরে কাজ চলাকালীন নাকি কলামগুলি শব্দ করে ভাঙতে শুরু করে। আমি বাড়িতে ছিলাম না। খবর পেয়ে এসে দেখি সব শেষ হয়ে গিয়েছে।