সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
আইআইটির মেধাবী ছাত্র কেন এই চরম সিদ্ধান্ত নিলেন, তার তদন্তে নেমে অফিসাররা জানতে পারছেন, প্রথম থেকেই আইআইটিতে ভালো রেজাল্ট করছিলেন ওই ছাত্র। অধ্যাপকরাও তাঁকে যথেষ্ট স্নেহ করতেন। কিন্তু কোনও. কারণে কিউমিলেটিভ গ্রেডেশন পয়েন্ট তাঁর কমে দাঁড়িয়েছিল ৯.১। যে কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর সহপাঠীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পারছেন, এই নিয়ে ওই ছাত্রকে বেশ চিন্তাগ্রস্ত দেখাত এবং মুষড়ে পড়েছিলেন। আইআইটির ভিতরে থাকা কাউন্সেলিং সেন্টারে বার তিনেক গিয়েছিলেন। সেখানে কাউন্সেলিং করানোর পর স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলেন। পাশাপাশি তদন্তে উঠে এসেছে তাঁর অনেক বন্ধুই সামার ইন্টার্নশিপে বিদেশে যাওয়ার সুযোগ পান। কিন্তু শাওন সেই সুযোগ পাননি। অথচ অন্যদের তুলনায় তাঁর রেজাল্ট ও স্থান যথেষ্ট ভালো ছিল। তারপরেও বিদেশে যেতে না পারায় মানসিকভাবে আঘাত পেয়েছিলেন আইআইটির ওই পড়ুয়া। জেলা পুলিস কর্তরা জেনেছেন স্কুল জীবনে তিনি একটি মেয়েকে একতরফাভাবে ভালোবাসতেন। তিনি আইআইটিতে সুযোগ পাওয়ার পরেও উল্টোদিক থেকে কোনও সাড়া মেলেনি। যে কারণে তাঁর মধ্যে একটা হতাশা কাজ করছিল। এই সমস্ত কারণেই ওই কৃতী ছাত্র আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত বেছে নেন বলে মনে করছেন জেলা পুলিসের আধিকারিকরা।