উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
শহরে বিভিন্ন বস্তিতে তারের জঙ্গল নতুন নয়। কয়েকটি বস্তি অঞ্চলে সেই সমস্যা সমাধানে লোহার কাঠামো তৈরি করে তার টানা হয়েছে। কিন্তু অধিকাংশ বস্তিতেই সেই কাজ হয়নি বলে অভিযোগ। বস্তিতে ব্যক্তিগত মিটার দেওয়ার দাবিও দীর্ঘদিনের। কিন্তু হঠাৎ কলোনির বাসিন্দা সঞ্জয় পাইন, কাঞ্চন সিং, রত্না পাইনরা জানাচ্ছেন, তাঁদের অধিকাংশ ঘরেই ব্যক্তিগত মিটার নেই। বস্তিতে রয়েছে ব্লক মিটার। সেখান থেকেই কোনওভাবে আগুন লেগেছে।
স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শান্তিরঞ্জন কুণ্ডু বলেন, কিভাবে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষ। তবে এটা ঠিক, বস্তির অধিকাংশ ঘরে ব্যক্তিগত মিটার নেই। ব্লক মিটার থাকায় একটা নির্দিষ্ট জায়গা থেকে তার টেনে টেনে বস্তির ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া রয়েছে। গোটা বস্তি তারের জঙ্গলে ভর্তি। তা নিয়মিত পর্যবেক্ষণ করার সুযোগও নেই। ব্যক্তিগত মিটার থাকলে তাও খানিকটা দেখা সম্ভব হয়। কিন্তু গুচ্ছ তার এক জায়গায় থাকলে সেটা অবশ্যই বিপদের। অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে এই তারের মাধ্যমে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এর আগেও এমন ঘটনা দেখা গিয়েছে।
শুধুমাত্র শান্তিরঞ্জন কুণ্ডু নয়, খান্না, গৌরীবাড়ি অঞ্চলের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ও বস্তি অঞ্চলের ভিতরে এই ব্লক মিটার এবং তারের গুচ্ছের সমস্যা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, বিষয়টি পুরসভার মাসিক অধিবেশনে উত্থাপন করেছিলাম। মিটার ঘরগুলি ভগ্নপ্রায় এবং তারগুলি জড়ানো থাকায় শর্ট সার্কিট হলেই বড়সড় অগ্নিকাণ্ড ঘটে যায়। এই তারের জঙ্গল সরাতে পদক্ষেপ করা হোক। প্রয়োজনে বস্তির ঘরে ঘরে ব্যক্তিগত মিটার দেওয়া হোক।
এই প্রসঙ্গে কলকাতা পুরসভার বস্তি উন্নয়ন বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, নিয়ম রয়েছে, বিভিন্ন বস্তিতে যে বস্তি মিটার বা ব্লক মিটার দেওয়া হয়, সেগুলি একটি নির্দিষ্ট মিটার ঘরের মধ্যে থাকে। সেখান থেকে তার টেনে ঘরে বিদ্যুৎ সংযোগ নেওয়ার কাজ উপভোক্তাকেই করতে হয়। সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপভোক্তার। পুরসভার তরফ থেকে তারের গুচ্ছর সমস্যা সামলাতে লোহার স্ট্যান্ড তৈরি করে, ট্রে বসিয়ে উপর দিয়ে তার টেনে নেওয়ার উদ্যোগ নিয়েছি। তবে, ব্যক্তিগত মিটার থাকলে সুবিধা হয়। দুর্ঘটনার আশঙ্কা কমে। তবে, এই তার মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া যায় কি না, সেটা বেসরকারি বিদ্যুৎ সংস্থাকে দেখার অনুরোধ জানাব।