নিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার রাতে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ বাসুদেবপুরে। ওই যুবতীকে নৃশংস অত্যাচারের পর শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। রাতে অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের খোঁজে পুলিস তল্লাশি শুরু করে। বাসুদেবপুর থানা এলাকা থেকে পুলিস অভিযুক্ত প্রণয় পাইক, স্বদেশ সিং ওরফে বিহারী, আফজল আলম ওরফে গুড্ডুকে গ্রেপ্তার করেছে। ধৃতদের রবিবার বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, ওই যুবতীর সঙ্গে ধৃতদের আগে থেকেই যোগাযোগ ছিল। তাদের মোবাইল ফোন খতিয়ে দেখা হচ্ছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসুদেবপুরের পলতাপাড়া এলাকায় ওই যুবতীর বাড়ি। খুব গরিব পরিবার হওয়ায় নানা কাজে তাঁকে বিভিন্ন জায়গায় যেতে হতো। বিয়ে বাড়ির আনাজ কাটা, বাসন ধোয়া ছাড়াও অস্থায়ীভাবে বাড়ির কাজ করতেন। বিয়ে বাড়ির কাজ আছে বলে তিনি শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, ওই রাতেই এলাকার একটি গ্যারাজে ধৃতরা মদ্যপ অবস্থায় তাঁকে গণধর্ষণ করে। মধ্যরাতে অভিযুক্তরা তাঁকে ছেড়ে দেয়। অসুস্থ অবস্থায় তিনি কোনওমতে বাড়িতে ফেরেন। পরিবারের লোকেরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিস রাতেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতদের জেরা করা হচ্ছে। ওই যুবতীকে গ্যারাজে কীভাবে নিয়ে যাওয়া হয়েছিল, আরও কেউ ওই সময় গ্যারাজে ছিল কি না, এমন নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে।