নিজস্ব প্রতিনিধি, বারাসত: যাত্রীর ফেলে যাওয়া প্রায় ১ লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে নজির গড়েছিলেন অশোকনগরের অটোচালক পলাশ দাশগুপ্ত। তাঁর সততাকে কুর্নিশ জানিয়েছিল পুলিসও। এবার প্রাক্তনীর এই সততাকে সম্মান জানাল অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাইস্কুল। জানা গিয়েছে, পলাশ অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাইস্কুলের প্রাক্তন ছাত্র। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পলাশ এই স্কুলেরই ছাত্র ছিলেন। পরিবারের আর্থিক সমস্যার কারণে আর পড়াশোনা করতে পারেননি তিনি। তবে, গত শনিবার অটোতে ভিনরাজ্যের এক যাত্রীর ফেলে যাওয়া প্রায় ১ লক্ষ টাকা ও এনআরসি কার্ড ফিরিয়ে দেন তিনি। এমন সততার জন্য এই প্রাক্তন ছাত্র এবং তাঁর পরিবারকে ডেকে বৃহস্পতিবার সম্মান জানাল বিদ্যালয় কর্তৃপক্ষ। পলাশকে সেমিনার কক্ষে সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ ঘোষ বলেন, পলাশের সততায় আমরা মুগ্ধ। ছাত্রছাত্রীদের বলেছি, পলাশ হয়তো আর্থিকভাবে তেমন প্রতিষ্ঠিত নয়, কিন্তু মানসিকতায় সে রাজা। এদিকে, পলাশ বলেন, যেভাবে আমাকে সম্মান জানানো হল, তাতে আমি আপ্লুত।