সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
শিয়ালদহ-বনগাঁ শাখার গোবরডাঙা ও মছলন্দপুর স্টেশনের মাঝখানে রয়েছে ৩৭ নম্বর রেলগেট। এর পূর্ব দিকে রয়েছে নিমতলা। পশ্চিম দিকে ঘোষপাড়া। মাঝখানে আন্ডারপাস। কিন্তু এই আন্ডারপাস জলমগ্ন হয়ে রয়েছে। চলাচলের সুবিধার জন্য আন্ডারপাস করা হলেও সেটা ব্যবহার করতে পারছেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, নির্মাণের ত্রুটির কারণে বছরের অধিকাংশ সময়েই জল জমে থাকে এই আন্ডারপাসে। ফলে আন্ডারপাস দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন বাসিন্দারা। বাধ্য হয়েই বন্ধ হয়ে যাওয়া ৩৭ নম্বর রেলগেটের রেলিং টপকে যাতায়াত করেন তাঁরা। জীবনের ঝুঁকি নিয়েই স্কুল পড়ুয়ারা রেললাইন পারাপার করছে। অনেক সময়ে সাইকেল উঁচুতে তুলে রেলিং টপকাতে হয়। এদিন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এলে তাঁদের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দাবি তোলেন, পুরানো রেলগেট ফের চালু করতে হবে। যদিও রেলের আধিকারিকেরা পাম্প বসিয়ে জল নিকাশের ব্যবস্থা করেন।