সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
বিচারকদের অভিযোগপত্রে জানানো হয়েছে, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ ডায়মন্ডহারবার আদালতের এসিজেএম জানতে পারেন, কুমারেশ দাস নামে এক পুলিসকর্মী দু’জনকে বিচারকদের আবাসনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে পাঠাচ্ছেন। বিচারক এবং তাঁদের পরিবার ও অন্যান্য আবাসিকদের ক্ষতি করতে পরিকল্পনা করা রয়েছে। গোটা ষড়যন্ত্রে ডায়মন্ডহারবার থানার এক পুলিসও যুক্ত রয়েছে। ওই দু’জনকে যাতে আবাসনে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হয়, কর্তব্যরত হোমগার্ডদের সেই নির্দেশ দিয়েছিলেন তিনি। রাত ১টা ১০ মিনিটে একজন ব্যক্তিকে মুখ ঢাকা অবস্থায় আবাসনের গেটের বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়। সে হোমগার্ডদের বলে গেটের ভিতর ঢুকতে চাইছিল। গোটা ঘটনা সিসিটিভিতে রেকর্ড হয়েছে। বিপদ হতে পারে বুঝে রাত ১টা ১৩ মিনিটে ডায়মন্ডহারবার থানার আইসি’কে ফোন করে বিষয়টি জানান এসিজেএম। এরপর পুলিস এসে বিচারকদের নিরাপত্তা সুনিশ্চত করে। তার আগেই ওই দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। বেশ কিছু পকসো মামলার রায়দান নিয়ে হয়তো কেউ বা কারা অখুশি হয়েছেন। সেই কারণে দুষ্কৃতী পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি বিচারকদের। গোটা ঘটনায় বেশ আতঙ্কে রয়েছেন তাঁরা।
এই ঘটনার পর এদিন ডায়মন্ডহারবার আদালতে জেলা জজ, সিজেএম এবং পুলিস জেলার পদস্থ কর্তা বৈঠক করেন। সেখানে নিরাপত্তার ব্যাপারে নানা পরামর্শ দেওয়া হয়। এদিকে, সাংবাদিক বৈঠক করে পুলিস সুপার স্পষ্ট জানিয়ে দেন, বিচারকদের নিরাপত্তার ব্যাপারে কোনও আপস করা হবে না। বিচারকদের আবাসনে চারজন নিরাপত্তারক্ষী থেকে বাড়িয়ে ন’জন করা হবে। পরে সেটা আরও বাড়বে। ভিজিটর রেজিস্টার চালু ও মেটাল ডিটেক্টর বসানোরও কথা ঠিক হয়েছে। এদিকে, বিচারকদের নিরাপত্তার দাবি তুলে কেন্দ্রীয় আইন মন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।