সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বিকেলে ডোমজুড়ের বাসিন্দা ওই নাবালিকা বন্ধুদের সঙ্গে চ্যাটার্জিহাট থানার রামরাজাতলায় একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিল। কয়েক ঘণ্টা চলেছিল সেই অনুষ্ঠান। সেখানে নাবালিকার বন্ধুদের অনেকেই মদ্যপান করে। অভিযোগ, মদ্যপ অবস্থায় তিন নাবালক সহ মোট পাঁচজন ওই নাবালিকাকে যৌন হেনস্তা করে। এরপর বাড়িতে ফিরে সে পরিবারকে গোটা বিষয়টি জানায়। মঙ্গলবার নাবালিকার পরিবারের তরফে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে মঙ্গলবার রাতেই অভিযুক্ত রাহুল অধিকারী ও আদিত্য নন্দী নামের দুই যুবক এবং আরও তিন নাবালককে গ্রেপ্তার করে পুলিস। বুধবার ধৃতদের হাওড়া জেলা আদালতে তোলা হলে অভিযুক্ত দুই যুবককে ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি অভিযুক্ত তিন নাবালককে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। হাওড়া পুলিস কমিশনারেটের এক কর্তা বলেন, ‘দুই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে’। যদিও যৌন হেনস্তার ঘটনায় নাবালিকার পরিবারের কেউই কথা বলতে চাননি।