সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
বারাকপুর শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে স্টেশন সংলগ্ন পাঁচিল বিপ্লবী ও বিখ্যাত মানুষদের ছবি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। চিড়িয়ামোড়ে নতুন গান্ধী মূর্তি বসানো হয়েছে। সৌন্দর্যায়ন হয়েছে চিড়িয়ামোড় থেকে বারাকপুর স্টেশন, গঙ্গার পাড়। গান্ধীঘাট সংলগ্ন এলাকায় চলছে উৎস ধারা প্রকল্পের কাজ। এ ব্যাপারে পুর চেয়ারম্যান উত্তম দাস বলেছেন, বোর্ড মিটিংয়ে এব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পুরসভার তহবিল দিয়েই ওই গেট তৈরি করা হবে।