বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

দিল্লিতে মহিলাদের ভাতা কোথায়? মোদির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আপের

নয়াদিল্লি: দিল্লি বিধানসভা ভোটে জিতলেই মা-বোনেদের মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই প্রকল্প পাশ করানো হবে। রাজধানীতে ভোটের প্রচারে এমনই ‘গ্যারেন্টি’ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, দিল্লিতে সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলার ‘লক্ষ্মী ভাণ্ডারের’ ধাঁচে এমন কোনও প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নেয়নি বিজেপি সরকার। এই ইস্যুকে হাতিয়ার করে মোদির বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ এনেছে আম আদমি পার্টি (আপ)। প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশীর অভিযোগ, ‘দিল্লির মা-বোনেরা মোদিজির গ্যারেন্টিতে ভরসা করেছিলেন। কিন্তু, এখন তাঁরা নিজেদের প্রতারিত মনে করছেন।’ এব্যাপারে শনিবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চিঠি লিখেছেন আপ বিধায়ক আতিশী। রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ও চেয়েছে আপের পরিষদীয় দল। আতিশি চিঠিতে লিখেছেন, গত ৩১ জানুয়ারি বিজেপির প্রচার সভায় দিল্লির মহিলাদের মাসে আড়াই হাজার টাকা আর্থিক সাহায্যের প্রকল্প মন্ত্রিসভার প্রথম বৈঠকের পাশ করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দিল্লিতে বিজেপি সরকার গঠনের পর গত ২০ ফেব্রুয়ারি প্রথমবার মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। কিন্তু, ওই প্রকল্প পাশ হয়নি। এজন্য দিল্লির মহিলারা নিজেদের প্রতারিত বোধ করছেন। 
এদিকে, মুখ্যমন্ত্রী পদে শপথের পর এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন রেখা। মোদির সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী পরিকাঠামো ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য পূর্তদপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এদিন পূর্তমন্ত্রী পরবেশ ভার্মা দিল্লির বিভিন্ন এলাকার রাস্তার হাল খতিয়ে দেখেন। এরইমধ্যে এদিন মুখ্যমন্ত্রীর শালিমার বাগের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন দৌলত রাম কলেজের প্রিন্সিপাল সবিতা রায়। এই কলেজেই পড়াশুনো করেছেন রেখা। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা