বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

জেরায় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা অপসারিত আইসির

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ায় গত বুধবার বান্ধবীর সঙ্গে তুমুল বচসার সময় নিজের পিস্তলেই গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। প্রায় তিনদিন আন্দুল রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে ছাড়া পেয়েছেন তিনি। তবে তাঁকে এখনই গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিস। জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের এখনও বিভ্রান্ত করার চেষ্টা করছেন ওই পুলিস আধিকারিক। সবদিক খোলা রেখে তদন্তের জাল গুটিয়ে আনা হচ্ছে বলে পুলিস সূত্রে খবর। 
এদিন হাসপাতাল থেকে বেরিয়ে একটি সাদা গাড়িতে চেপে চলে যান চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। গাড়িতে তাঁর পরিবারের কেউই ছিলেন না। এমনকী সংবাদমাধ্যমের সামনেও মুখ খুলতে চাননি জয়ন্ত। পুলিস সূত্রে জানা গিয়েছে, বেআইনি অস্ত্র রাখা, মারধর, ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে। তবে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এখনই গ্রেপ্তার করা হচ্ছে না তাঁকে। অকুস্থল থেকে পাওয়া গুলির খোল, উদ্ধার হওয়া দেশি পিস্তল ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পুলিস সূত্রে খবর, বারবার জিজ্ঞাসাবাদের মুখে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন জয়ন্ত। নিজেই নিজেকে গুলি করার কথা প্রথমে বললেও পরে বয়ান বদলেছেন তিনি। অজ্ঞাতপরিচয় কেউ তাঁর উপর হামলা চালিয়েছে বলে যুক্তি খাঁড়া করার চেষ্টা করেছেন। ঘটনার রাতে গুলিবিদ্ধ হওয়ার পর সরকারি হাসপাতালে ভর্তি হতে চাননি জয়ন্ত। বেসরকারি কোনও হাসপাতালে গিয়ে নিজেদের মধ্যে ব্যাপার বলে মিটমাট করে ফেলতে চেয়েছিলেন তিনি। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘বারবার বয়ান বদলালেও এটা স্পষ্ট যে, তিনি কোনও জিনিস লুকোনোর চেষ্টা করছেন। তদন্তের স্বার্থে সব দিক খোলা রাখা হচ্ছে। তার বিশেষ বন্ধুদের গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছে।’ ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিসের তরফে তদন্তের প্রাথমিক রিপোর্ট মেসেজ আকারে হুগলি পুলিসের কাছে পাঠানো হয়েছে।  নিজস্ব চিত্র
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা