বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বিমানের সিট ভাঙা! এয়ার ইন্ডিয়ার পরিষেবায় ক্ষুব্ধ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

নয়াদিল্লি: দেড় ঘণ্টার বিমানযাত্রায় বসতে হয়েছে ভাঙা সিটে! এয়ার ইন্ডিয়ার পরিষেবার এই দশায় অত্যন্ত বিরক্ত কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার সমাজমাধ্যমে বেসরকারি বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, এ তো যাত্রীদের সঙ্গে প্রতারণা। তাঁর এই পোস্ট স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়েছে এয়ার ইন্ডিয়ার। অসুবিধার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ক্ষমাপ্রার্থনা করেছে কর্তৃপক্ষ। 
কিষান মেলার উদ্বোধন করতে শনিবার ভোপাল থেকে নয়াদিল্লি যাচ্ছিলেন শিবরাজ। বিজেপি নেতার অভিযোগ, বিমানে তাঁকে ভাঙা সিটে বসতে হয়েছে। বিমান সেবিকাদের বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে শুনতে হয়েছে, কর্তৃপক্ষকে ভাঙা সিটের কথা বলা হয়েছিল। তারপরেও টিকিট বিক্রি করে দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডলে পুরো ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘আমাকে ৮সি নম্বর সিট দেওয়া হয়েছিল। বসতে গিয়ে দেখি সেটি ভাঙা। খুব সমস্যা হচ্ছিল। তবে শুধু একটি নয়। আরও কয়েকটি সিট ভাঙা ছিল।’ অন্য যাত্রীরা সিট পাল্টানোর অনুরোধ জানালেও তা ফিরিয়ে দেন কৃষিমন্ত্রী। তাঁর কথায়, ‘নিজের আরামের জন্য আর এক বন্ধুকে সমস্যায় ফেলব কেন? তাই গোটা যাত্রায় ওই সিটেই বসেছিলাম। ভেবেছিলাম, টাটা গোষ্ঠী দায়িত্ব নেওয়ার পর পরিষেবা আরও উন্নত হবে। কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল ছিল।’ শিবরাজের অভিযোগ, বিমানে ভাঙা সিট থাকা সত্ত্বেও যাত্রীদের থেকে সম্পূর্ণ ভাড়া নেওয়া হচ্ছে। এটা ‘প্রতারণা’ ছাড়া কিছুই নয়। 
ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। এক্স হ্যান্ডলে হাত শিবিরের পোস্ট, ‘ট্রেন হোক বা বিমান। সব জায়গায় হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। প্রচুর অভিযোগ জমা পড়ছে। ভিডিও বানানো হচ্ছে। কেউ তাতে কর্ণপাত করছে না। এবার শিবরাজজি সমস্যার সম্মুখীন হয়েছেন। বিষয়টি নিয়ে টুইট 
করেছেন। এবার হয়তো কোনও পদক্ষেপ নেওয়া হবে।’
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা