বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

লিলুয়ায় প্রোমোটারকে লক্ষ্য করে গুলি পুরনো শত্রুতার জেরেই হামলা? তদন্তে পুলিস

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফের রাতের হাওড়া শহরে প্রকাশ্য রাস্তায় গুলি চলার ঘটনা ঘটল। শুক্রবার রাতে লিলুয়ার কাছে একটি আবাসনের নীচে গুলিবিদ্ধ হন স্থানীয় প্রোমোটার রাজেশ সিং। অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রোমোটার। বর্তমানে জমি-বাড়ির প্রোমোটার হিসেবে পরিচিতি থাকলেও একসময় একাধিক খুনের মামলায় জেল খেটেছেন ওই প্রোমোটার। পুরনো শত্রুতার জেরেই গুলি চলার ঘটনা বলে প্রাথমিক অনুমান হাওড়া সিটি পুলিসের গোয়েন্দাদের। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। 
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা নাগাদ রাজেশ নিজের আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন। আচমকা একটি বাইকে চেপে আসে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। হেলমেটধারী ওই দু’জনের মধ্যে পিছনের সিটে বসা এক দুষ্কৃতী পিস্তল বের করে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রাজেশের পাঁজরে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। এদিন সকালে গুলিবিদ্ধ প্রোমোটারকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসার নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া সিটি পুলিসের ডিসি (নর্থ) বিশপ সরকার বলেন, ‘মুখঢাকা অবস্থায় দুই দুষ্কৃতী এসে গুলি চালিয়েছে। বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ব্যবসায়িক শত্রুতার কারণেই এই ঘটনা কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ বছরে রাজেশ সিংয়ের নামে থানায় নতুন কোনও অভিযোগ না হলেও তার আগে খুন, লুটপাট, আগ্নেয়াস্ত্র রাখা সহ একাধিক দুষ্কৃতীমূলক অভিযোগ রয়েছে। ইতিপূর্বে দু’টি খুনের ঘটনায় বেশ কয়েক বছর জেলও খেটেছেন ওই প্রোমোটার। তবে বর্তমানে জমি-জমা, ফ্ল্যাট কেনাবেচার সঙ্গে যুক্ত তিনি। তাই তার উপর গুলি চালানোর ঘটনা পুরনো শত্রুতা বা গ্যাং ওয়ারের অংশ হতে পারে বলে মনে করছেন হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, ‘এই ফ্ল্যাটে রাজেশের সঙ্গে তাঁর পরিবারের কেউই থাকেন না। মাঝেমধ্যে রাতের দিকে এই ফ্ল্যাটে আসেন রাজেশ।’ জনবহুল এলাকায় এভাবে গুলি চলার ঘটনায় রীতিমতো আতঙ্কিত আবাসনের অন্যান্য বাসিন্দারা।
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা