বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ইয়ারফোন টানা দু’ঘণ্টা ব্যবহার করলে বধির!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘দিনে ২ ঘণ্টার বেশি কানে ইয়ারফোন, হেডফোন বা ব্লু-টুথ ইয়ার প্লাগ নয়! বলেন কী? আমাদের আইটি সেক্টরে চল্লিশোর্ধ্ব ম্যানেজারদের সিংহভাগই তো দিনে ৬-৭ ঘণ্টা কানে এই ডিভাইস লাগিয়ে রাখতে রাখতে বাধ্য হন! না হলে বাইরের শব্দের জন্য কল ভালোমতো শোনা যাবে না।’ শনিবার হেডফোন, ইয়ারফোন ইত্যাদি ডিভাইস নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকার কথা শুনে আকাশ থেকে পড়লেন সিনিয়র আইটি কর্মী ময়ূখ চক্রবর্তী। বললেন, ‘৩০-৩৫ বছর বয়সি কর্মীদের মধ্যেও একই সমস্যা। অন্তত ২-৩ ঘণ্টা টানা হেডফোন গুঁজে কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে থাকতে হয়। সিনিয়রদের তো আরও বেশি, কারণ দিনের একটা বড় সময় কেটে যায় অনলাইন মিটিংয়ে।’ আর এক আইটি কর্মী সম্রাট বসু বললেন, ‘শুধু আমরা কেন, কোভিডের পর আমাদের বাচ্চাদের অধিকাংশের কোচিং, অনলাইন ক্লাসও যে হচ্ছে হেডফোন, ইয়ারফোনে।’   
লাউড মিউজিক, উদ্দাম পার্টি, লাগামহীন ডেসিবেলের ইভেন্টে জমকালো রাত কাটাতে অভ্যস্ত আজকের তরুণ প্রজন্ম। মাত্রাছাড়া ব্যবহার চলছে ইয়ারফোন, ব্লু-টুথ ডিভাইসের। তার জেরে এই প্রজন্মের মাথায় কতটা কালো মেঘ জমে, সম্প্রতি তা সামনে এনেছে স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের শীর্ষকর্তা ডাঃ অতুল গোয়েল জানিয়ে দিয়েছেন, লাগাতার ইয়ারফোন, হেডফোনের ব্যবহারে হু হু করে বাড়ছে কম শোনার সমস্যা, টিনিটাস এমনকী বধিরতাও। এতে কানে যা ক্ষতি হবে, তা হিয়ারিং এইড বা ককলিয়ার ইমপ্ল্যান্ট (অন্তঃকর্ণ প্রতিস্থাপন) করেও ঠিক করা যাবে না। তাই কান তথা জীবনের ভবিষ্যৎ মারাত্মক ক্ষতি ঠেকাতে দেশবাসী, বিশেষত তরুণ প্রজন্মকে দিনে ২ ঘণ্টার বেশি ইয়ারফোন বা ব্লু-টুথ ডিভাইস ব্যবহার করতে নিষেধই করেছে স্বাস্থ্যমন্ত্রক। জারি করেছে ১১ দফা সুপারিশ। তাতে বলা হয়েছে, ইয়ারফোন বা হেডফোনের ভলিউম কোনওভাবেই ৫০ ডেসিবেলের বেশি যেন না হয়। বাচ্চাদের মোবাইল বা টিভি-ল্যাপটপ দেখার স্ক্রিন টাইম কমানোর পাশাপাশি বিকট বিকট শব্দ সহ অনলাইন গেম খেলা কমাতেও বলা হয়েছে। সমস্যা হলে অবিলম্বে চেক আপ এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা শুরু করবার অনুরোধও জানিয়েছেন। 
এ বিষয়ে কী বলছেন চিকিৎসকরা? কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ দীপ্তাংশু মুখোপাধ্যায় বলেন, ‘হেডফোনে আমরা মোটামুখি ৮০-৯০ ডেসিবেলের শব্দ শুনি। সেটাই যদি দিনের পর দিন ৭-৮ ঘণ্টা ধরে চলতে থাকে, কেউ শ্রবণক্ষমতা বাঁচাতে পারবে না। এর প্রথম সূত্রপাত হবে টিনিটাস দিয়ে। কানে সবসময় ভোঁ ভোঁ আওয়াজ হবে। তখনই বুঝবেন, বিপদ এসে গিয়েছে।’ পিজি’র ইএনটি বিশেষজ্ঞ ডাঃ অরুণাভ সেনগুপ্ত বলেন, ‘আউটডোর ও চেম্বারে আসা প্রতি পাঁচ-ছ’জন তরুণ-তরুণীর মধ্যে একজন ভুগছেন শ্রবণের সমস্যায়। সুতরাং আজই সতর্ক হন। না হলে বধির হওয়া ঠেকানো অসম্ভব।’
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা