বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

দমদমে লুট-কাণ্ডে ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দিনকয়েক আগে দমদম থানার নলতা স্কুলবাড়ি রোডে প্রবীণ দম্পতিকে ভয় দেখিয়ে লুটের ঘটনা ঘটেছিল। যা নিয়ে আলোড়ন পড়ে যায়। সেই ঘটনার পাঁচদিনের মাথায় শনিবার দু’জনকে গ্রেপ্তার করল দমদম থানা। তবে মূল অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। পুলিস জানিয়েছে, ধৃতরা হল, মণি মোল্লা এবং বিবেক রায়। ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ওই লুটের ঘটনায় ছয় থেকে সাতজন দুষ্কৃতী ছিল। সিসি ক্যামেরার নজরদারি এড়াতে তারা হেলমেট পরেছিল। দুই ধৃত তাদের মোটরবাইক এবং স্কুটি দিয়েছিল। পুলিস সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে লুটের ঘটনায় একটি স্কুটার এবং একটি মোটরবাইক ব্যবহার করা হয়েছিল। দু’টি গাড়ির নম্বরের সূত্র ধরে সেগুলির হদিস পায় পুলিস। এরপর এদিন গাড়ির মালিকদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ চালিয়ে দুষ্কৃতী দলের হদিস পেতে চাইছে পুলিস। কীসের বিনিময়ে কাদের তারা গাড়ি দিয়েছিল তা নিয়ে তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। শনিবার পর্যন্ত লুটের ঘটনায় জড়িতদের খোঁজ মেলেনি।
এই ঘটনার পর দমদমের প্রবীণ বাসিন্দাদের নিরাপত্তা ও নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। প্রশাসন সূত্রে জানানো হয়, নজরদারি বাড়ানো হয়েছে। পুলিসের টহলদারি চলছে। তবে এরই মধ্যে ফের দমদম থানা এলাকায় তিনটি বাড়িতে চুরি হয়েছে। এরপর ফের দমদমের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরসভা ও পুলিসের দাবি, আগে থেকেই নজরদারি ছিল তা বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন উঠছে, পুলিসের নজরদারির পরও কীভাবে এমন ঘটনা বারবার ঘটছে।
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা