বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

নির্মীয়মাণ সুড়ঙ্গ ভেঙে পড়ল, আটকে ৮ শ্রমিক

হায়দরাবাদ: তেলেঙ্গানার নাগরকুর্নুলে ভেঙে পড়ল নির্মীয়মান সুড়ঙ্গের ছাদ। উত্তরাখণ্ডের সিল্কিয়ারা সুড়ঙ্গের ভয়ঙ্কর স্মৃতি উস্কে দিল শনিবারের এই ঘটনা। জানা গিয়েছে, অন্তত ৮ জন ভিতরে আটকে পড়েছেন। তাঁদের মধ্যে দুজন সাইট ইঞ্জিনিয়ার। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ পেরিয়ে দ্রুত তাঁদের উদ্ধারের কাজ শুরু হয়। দুর্ঘটনার সময় সুড়ঙ্গে ৫১ জন কাজ করছিলেন। তাঁদের মধ্যে ৪৩ জন নিরাপদে বেরিয়ে এসেছেন।
জলসেচের জন্য নাগারকুর্নুলের শ্রীশৈলম বাঁধের কাছে সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছিল। হঠাৎই সুড়ঙ্গটির বাঁ দিকের ছাদের প্রায় তিন মিটার অংশ ভেঙে পড়ে। এর জেরে ২০০ মিটারেরও বেশি এলাকায় জল-কাদা ছড়িয়ে পড়ে। আর সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। তাঁদের সঙ্গে সমস্তরকম যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকী সুড়ঙ্গের এয়ার চেম্বার ও কনভেয়ার বেল্টও নষ্ট হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও উদ্ধারকারী দল। পুরো বিষয়টির উপর নজর রেখেছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। জেলাশাসক, পুলিশ সুপার, দমকল আধিকারিক এবং সেচ দপ্তরের আধিকারিকদের যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন তিনি। পরের দিকে বিশেষ হেলিকপ্টারে ঘটনাস্থলে পৌঁছন তেলঙ্গানার সেচমন্ত্রী এন উত্তম কুমার ও অন্য আধিকারিকরা। আপাতত উদ্ধার কাজ চলছে।
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা