বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

অনলাইনে ক্ষতিকর কনটেন্ট: নতুন আইনি ব্যবস্থা খতিয়ে দেখছে কেন্দ্র

নয়াদিল্লি (পিটিআই): ব্যাঙ্কের ছাতার মতো গজিয়ে উঠছে ইউটিউব চ্যানেল। চলছে রিলসের বন্যা। একইভাবে হরেক কিসিমের ওটিটি প্ল্যাটফর্মে নতুন নতুন ওয়েব সিরিজ। ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে বহু ক্ষেত্রেই ‘অশ্লীল ও হিংসাত্মক’ কনটেন্টের প্রদর্শন চলছে বলে অভিযোগ। ‘ক্ষতিকর’ এইসব কনটেন্ট নিয়ন্ত্রণে বর্তমান আইনের ধারাগুলি খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গেই নতুন নিয়ম তৈরির প্রয়োজন রয়েছে কি না, সেটাও বিবেচনা করে দেখা হচ্ছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন একটি সংসদীয় স্থায়ী কমিটির প্রশ্নের জবাবে একথা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত ওই স্থায়ী কমিটিকে মন্ত্রক বলেছে, বাক ও মত প্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকারের অপব্যবহার হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে যেভাবে অশ্লীল ও হিংসাত্মক কনটেন্ট প্রদর্শন হচ্ছে, তাতে সমাজে উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য,  সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়ার সাম্প্রতিক রুচিহীন মন্তব্য ঘিরে দেশজুড়ে নিন্দা ও বিতর্কের ঝড় উঠেছে। সেই প্রেক্ষিতেই এবার ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে আরও কড়া নজরদারি শুরু হতে চলেছে বলে ইঙ্গিত কেন্দ্রীয় সরকারের। 
নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন স্থায়ী কমিটিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে ‘ক্ষতিকর’ কনটেন্ট নিয়ন্ত্রণে আরও কঠোর ও কার্যকরী নিয়ম কানুন তৈরির দাবি জোরালো হচ্ছে। সাম্প্রতিক ঘটনাবলি মন্ত্রকের নজরে এসেছে। সেকথা মাথায় রেখেই বর্তমান আইন খতিয়ে দেখার পাশাপাশি নয়া আইনি ব্যবস্থার প্রয়োজনীয়তার দিকটি বিবেচনা করে দেখা হচ্ছে। রণবীর এলাহাবাদিয়ার ওই আপত্তিকর মন্তব্যের জেরে নিন্দার ঝড় ওঠায় সুপ্রিম কোর্ট, বহু হাইকোর্ট, সাংসদ ও জাতীয় মহিলা কমিশনের মতো বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলিও এবিষয়ে সরব হয়েছে।
বিতর্কিত কনটেন্ট নিয়ন্ত্রণে বর্তমান আইনগুলিতে সংশোধনের প্রয়োজন রয়েছে কি না, ১৩ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে তা জানতে চেয়েছিল সংসদীয় স্থায়ী কমিটি। আগামী ২৫ ফেব্রুয়ারি কমিটির পরবর্তী বৈঠক রয়েছে। তার আগেই মন্ত্রকের তরফে জানানো হল, প্রয়োজনীয় আলোচনার পর এবিষয়ে বিস্তারিত নোট পেশ করা হবে।
আপত্তিকর মন্তব্যের জেরে এলাহাবাদিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের হয়। গ্রেপ্তারি থেকে রক্ষাকবচ দিলেও ওই ইউটিউবারকে ভর্ৎসনা করতে ছাড়েনি সুপ্রিম কোর্ট। ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলির কনটেন্ট নিয়ন্ত্রণে আইনে ‘ফাঁক’ রয়েছে বলেও পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। ঘটনাচক্রে, চিরাচরিত মুদ্রণ ও বৈদ্যুতিন কনটেন্টগুলি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইন থাকলেও ইন্টারনেটের সৌজন্যে তৈরি হওয়া ওটিটি প্ল্যাটফর্ম বা ইউটিউবের মতো নয়া মিডিয়া পরিষেবার ক্ষেত্রে সেরকম কোনও সুনির্দিষ্ট আইনি ফ্রেমওয়ার্ক নেই। সেই সূত্রেই আইন সংশোধনের দাবি 
তীব্র হচ্ছে।     
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা