বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

প্রাণদণ্ড খারিজ, জেল থেকে বেরিয়ে মূক-বধির বালিকাকে ধর্ষণ করে খুন

ভোপাল: ১১ বছরের মূক ও বধির বালিকার ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় মধ্যপ্রদেশ। তদন্তে পুলিস জেনেছে, নরসিংহগড়ের এই ঘটনায় অভিযুক্ত রমেশ সিং ধারাবাহিক অপরাধী। অতীতেও দুই কিশোরী তার লালসার শিকার হয়েছে। প্রতিবারই আদালতের নির্দেশে জেল থেকে বেরনোর পর নতুন অপরাধে জড়ায় সে। তৃতীয়বারও একই ঘটনা। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে কুম্ভে গিয়ে স্নান করে। পরে জয়পুরগামী একটি ট্রেন থেকে রমেশকে গ্রেপ্তার করে পুলিস।
পুলিস সূত্রে খবর, পোলায়কালার দারবিপুরা গ্রামের বাসিন্দা রমেশ। অপরাধে হাতেখড়ি ২০০৩ সালে। সেবার শাজাপুর জেলার মুবারিকপুর গ্রামে একটি পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে সে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ১০ বছরের কারাদণ্ড হয় রমেশের। সাজা খাটার পর ২০১৩ সালে জেলের বাইরে আসে। ২০১৪ সালে সেহোরে আট বছরের একটি বালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে রমেশের বিরুদ্ধে। নিম্ন আদালত তাকে ফাঁসির সাজা শোনায়। তবে ২০১৯ সালে হাইকোর্টে ‘টেকনিক্যাল’ কারণে খারিজ হয়ে যায় নিম্ন আদালতের সেই রায়। হাইকোর্টের বক্তব্য ছিল, আইডেন্টিফিকেশন প্যারেডের প্রক্রিয়ায় গলদ ছিল। আদালতের নির্দেশেই পরে ফের জেলের বাইরে আসে রমেশ। এবং ফের একই অপরাধ। নরসিংহগড়ে গত ১ ফেব্রুয়ারি রাতে নিখোঁজ হয় ১১ বছরের মূক ও বধির কিশোরী। পরে জঙ্গলের মধ্যে থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে। মেয়েটির অবস্থার অবনিত হওয়ায় তাকে ভোপালের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ৮ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। 
অপরাধীকে ধরতে সব মিলিয়ে ৪৬টি জায়গার ১৩৬টি সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে পুলিস। সেইসব ফুটেজ থেকেই রমেশকে চিহ্নিত করা হয়। তদন্তে নেমে পুলিস জানতে পারে, ওই ব্যক্তি পালিয়ে প্রয়াগরাজে গিয়েছে। সেখানে কুম্ভমেলা উপলক্ষ্যে সঙ্গমে স্নানও করে। অবশেষে জয়পুরগামী ট্রেন থেকে রমেশকে গ্রেপ্তার করে পুলিস। ঘটনার তদন্তে মোট ৭৫ জন কর্মীকে নিয়ে পুলিসের ১৬টি টিম গঠিত হয়েছিল। পুলিস সুপার আদিত্য মিশ্র বলেন, তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। অন্য আর কোনও অমীমাংশিত ধর্ষণের পিছনেও রমেশ জড়িত কি না, তা জানতে আমরা ডিএনএ প্রোফাইলিং করছি।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা