বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সিনেমা শুরুর আগে ২৫ মিনিট বিজ্ঞাপন, ক্ষতিপূরণ দিতে হবে মাল্টিপ্লেক্সকে: কোর্ট

বেঙ্গালুরু: সিনেমা শুরুর আগে ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন। সেজন্য মূল্যবান  সময় নষ্ট হয়েছে। এই মর্মে মাল্টিপ্লেক্স চেইন পিভিআর-আইনক্সের বিরুদ্ধে উপভোক্তা আদালতে মামলা ঠুকেছিলেন বেঙ্গালুরুর এক আইনজীবী। সেই অভিযোগের ভিত্তিতে সংস্থাটিকে ক্ষতিপূরণ বাবদ ৬৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিল কোর্ট। পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাদের।
২০২৩ সালে অনলাইনে টিকিট কেটে বেঙ্গালুরুর একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন অভিষেক এমআর নামে ওই আইনজীবী। বিকেল ৪টে ৫ মিনিট নাগাদ সিনেমা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা শুরু হয় সাড়ে চারটে নাগাদ। অর্থাৎ ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন দেখানো হয় পর্দায়। প্রায় ৩০ মিনিট দেরিতে শেষ হয় সিনেমাটি। অভিষেকের পরিকল্পনা ছিল, শো শেষে পূর্ব নির্ধারিত জরুরি কাজে যোগ দেবেন। কিন্তু সিনেমা দেরিতে শেষ হওয়ায় তা বাতিল করতে হয়। এরপর বিরক্ত হয়ে পিভিআর-আইনক্সের বিরুদ্ধে কনজিউমার কোর্টে মামলা করেন অভিষেক। গত ১৫ ফেব্রুয়ারি মামলার রায়ে আদালত জানিয়েছে, প্রত্যেকের কাছে সময়ের মূল্য রয়েছে। ২৫-৩০ মিনিট ধরে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখানো সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। তাই মাল্টিপ্লেক্স চেইনকে অভিযোগকারীর সময় নষ্ট করার জন্য ৫০ হাজার, তাঁর মানসিক হেনস্তার জন্য পাঁচ হাজার এবং মামলার খরচ বাবদ ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়াও সংস্থাটিকে উপভোক্তা কল্যাণ তহবিলে ১ লক্ষ টাকা দিতে বলা হয়েছে।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা