বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

 ‘বিশৃঙ্খলা নয় তো কী’, কুম্ভ নিয়ে মমতার মন্তব্যকে সমর্থন শঙ্করাচার্য ও অখিলেশের

লখনউ: কুম্ভে দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের আঁচ গিয়ে পড়ল উত্তরপ্রদেশ বিধানসভায়। মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে স্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কমপক্ষে ৩০ জনের। সোমবার এই নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী কড়া সমালোচনা করেন। এতবড় অনুষ্ঠান আয়োজনে যোগী সরকারের সার্বিক ব্যর্থতার দিকেই আঙুল তুলেছিলেন মমতা। আর বুধবার উত্তরপ্রদেশ বিধানসভায় যোগী বলেন, ‘পদপিষ্টের ঘটনা নিয়ে রাজনীতি করা কতটা যুক্তিযুক্ত? কুম্ভমেলা আয়োজনের সুযোগ উত্তরপ্রদেশের পক্ষে সৌভাগ্য বয়ে এনেছে।’ এদিন মমতার মন্তব্যের সমর্থনে এগিয়ে এসেছেন উত্তরাখণ্ড জ্যোতিষপীঠের ৪৬তম শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। 
শঙ্করাচার্য বলেন, ‘৩০০ কিলোমিটার যানজট হয়েছিল। এটা যদি বিশৃঙ্খলা না হয়, তবে কি? মালপত্র নিয়ে পুণ্যার্থীদের ২৫ থেকে ৩০ কিলোমিটার হাঁটতে হচ্ছে। নিকাশিনালার জল নদীতে মিশছে। সেই জলে মানুষ স্নান করছেন। বিজ্ঞানীরা বলছেন, এই জল স্নানের উপযোগী নয়। এরপরেও কোটি কোটি মানুষকে ওই জলেই স্নান করতে বাধ্য করা হচ্ছে।’ আর অখিলেশ যাদব বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কথাই বলেছেন। তাঁর রাজ্যের মানুষও পূর্ণকুম্ভে পদপিষ্টে প্রাণ হারিয়েছেন। আয়োজনের দায়িত্ব কার?’
বুধবার মমতার মন্তব্য নিয়ে দিনভর বিবৃতি দেন বিজেপি নেতারা।  যোগী বলেন, এখনও পর্যন্ত সঙ্গমে ৫৬ কোটিরও বেশি মানুষ পবিত্র স্নান সেরেছেন। যোগীর অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, ‘এই ধরনের মন্তব্য হিন্দু ধর্মের অবমাননা।’
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা