বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সেনার ‘নিকটাত্মীয়’ মাপকাঠির সংশোধন চান শহিদের বাবা-মা

নয়াদিল্লি: ছেলে নেই। গত বছর জুলাইতে সিয়াচেনে শহিদ হয়েছেন সেনার ক্যাপ্টেন অংশুমান সিং। ছেলে মারা যাওয়ার পর পুত্রবধূ আর থাকেন না তাঁদের সঙ্গে। এমনই দাবি অংশুমানের মা মঞ্জু সিং ও বাবা রবিপ্রতাপ সিংয়ের। এজন্য শহিদ সেনার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সেনার  নিকটাত্মীয় (এনওকে)-র মাপকাঠি বদলের দাবি জানিয়েছেন তাঁরা।  শহিদ সেনার বাবা-মার দাবি, ছেলের মৃত্যুর পর তাঁদের পুত্রবধূ স্মৃতি সিংই যাবতীয় আর্থিক সহায়তা পেয়েছেন। তাঁদের কাছে  দেওয়ালে ঝোলানো মালা দেওয়া ছেলের ছবি ছাড়া আর কিছুই নেই। রবিপ্রতাপ বলেছেন, এনওকে-র যে মাপকাঠি রয়েছে, তা একেবারেই ঠিক নয়। আমি এব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছি। অংশুমানের স্ত্রী আমাদের সঙ্গে থাকেন না। পাঁচ মাস আগে বিয়ে হয়েছিল ছেলের। কোনও সন্তানও হয়নি। আমাদের কাছে দেওয়ালে ছেলের ছবি ছাড়া আর কিছুই নেই। এজন্যই আমরা চাই নিকটাত্মীয় সংজ্ঞা সঠিকভাবে নির্ধারণ করা হোক। অন্য কোনও শহিদের বাবা-মাকে যাতে ভূক্তভোগী হতে না হয়, সেজন্যই ওই নিয়ম খতিয়ে দেখা দরকার। নিকটাত্মীয় বলতে বোঝায় কোনও ব্যক্তির সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় বা আইনি প্রতিনিধি। সেনার নিয়ম অনুযায়ী, কর্তব্যরত অবস্থায় কিছু হলে ক্ষতিপূরণের অর্থ নিকটাত্মীয়কে দেওয়া হয়। সোজা কথায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনির মতো। কোনও ক্যাডেট বা অফিসার সেনায় যোগ দেওয়ার সময় তাঁর বাবা-মা বা অভিভাবকের নাম এনওকে হিসেবে রেকর্ড করা থাকে। আর সংশ্লিট ক্যাডেট বা অফিসার বিয়ে করলে সেনার আইন অনুযায়ী তাঁর বাবা-মার জায়গায় তাঁর স্ত্রী বা স্বামী এনওকে হয়ে থাকেন। - ফাইল চিত্র
7Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা