বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে ব্যর্থ বিজেপি,  মণিপুরে রাষ্ট্রপতি শাসন

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মুখ্যমন্ত্রী পদে এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর কেটে গিয়েছে তিন দিন। অশান্ত মণিপুরে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নিতে চাইছেন না কোনও নেতাই। ফলে বীরেনের উত্তরসূরি বেছে নিতে ব্যর্থ হল বিজেপি। যার জেরে আশঙ্কা সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি শাসন জারি হল উত্তর-পূর্বের এই রাজ্যে।
এনিয়ে মণিপুরে ১১ বার রাষ্ট্রপতি শাসন জারি হল। শেষবার ২০০১ সালে ২ জুন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। যা চলেছিল ২৭৭ দিন।
গত রবিবার ইস্তফা দেন বীরেন। কংগ্রেসের অভিযোগ ছিল, তারা অনাস্থা প্রস্তাব আনছে বলেই আগাম ইস্তফা দিয়েছেন বীরেন। কারণ তিনি জানতেন, বিধানসভায় অনাস্থা প্রস্তাব এলে তাঁর হার অনিবার্য। বস্তুত, ইস্তফা দিয়ে দলকে চাপই দিয়েছেন বীরেন সিং। তাঁর বদলি খুঁজতে হিমশিম খেতে হচ্ছে বিজেপিকে। নতুন নেতার সন্ধানে দলের বিধায়কদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বিজেপির উত্তর-পূর্বের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র। তাতেও জট কাটেনি। এই পরিস্থিতিতে তৎপরতা বৃদ্ধি পেয়েছিল রাজভবনেও। গত মঙ্গল ও বুধবার রাজ্যপাল অজয়কুমার ভাল্লার সঙ্গে সাক্ষাৎ করেন সম্বিত পাত্র। ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জারি হল মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির নির্দেশ। বর্তমান অশান্তির মধ্যে বিজেপির কোনও নেতা রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব নিতে নিমরাজি বলে সূত্রের খবর। 
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গত কয়েক দিনের রাজনৈতিক গতিপ্রকৃতি মণিপুরে রাষ্ট্রপতি শাসনেরই ইঙ্গিত দিচ্ছিল। নেতৃত্ব বাছাই নিয়ে হিমশিম অবস্থার মধ্যে নরেন্দ্র মোদি-অমিত শাহের দলের গোদের উপরে বিষ ফোড়া হয়ে উঠেছিল কংগ্রেসের তোলা সংবিধানের লঙ্ঘনের অভিযোগ। দলের নেতা জয়রাম রমেশ দাবি করেছিলেন, ১৭৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার একটি অধিবেশন শেষ হওয়ার সর্বাধিক ছ’মাসের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয়। কিন্তু মণিপুরে এই আইন উপেক্ষা করা হচ্ছে। ১০ ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন ডেকেও পরে তা বাতিল করেন রাজ্যপাল। এদিকে, নিষিদ্ধ তিনটি সংগঠনের ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ইম্ফল পশ্চিম ও কাকচিং জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা