বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

রানাঘাটে দক্ষিণ ভারতীয় ‘উকিলবাবু’র গাড়ি থেকে উদ্ধার ১০৪ কেজি গাঁজা

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: পুলিস গাড়ি আটকাতেই দরজা খুলে নেমে এল এক যুবক। ‘হোয়াট’স দ্য ম্যাটার?’ ডিউটিরত পুলিসকর্মীদের বেশ কড়া সুরে জিজ্ঞেস করে তার হুঁশিয়ারি, সে একজন উকিল। অতএব একটু ‘সাবধানে’। আইনের নানা সেকশনও আওড়াতে থাকে সে। দক্ষিণ ভারতীয় টানে কথা বলা ‘উকিলবাবু’র এহেন আত্মবিশ্বাসে একটু থতমত খেয়েছিলেন পুলিস আধিকারিকরা। তবে একটু সাহস সঞ্চয় করে গাড়ির পিছনের দরজা খুলতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। এক-দুই কেজি নয়, ‘উকিলবাবু’ গাড়িতে পাচার করছিলেন ১০৪কেজি গাঁজা! পুলিসের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে ব্যর্থ যুবকের ঠাঁই হল শ্রীঘরে। পুলিস জানিয়েছে, শুক্রবার বিকেলে এঘটনা ঘটে। গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট লাগোয়া ১২ নম্বর জাতীয় সড়কের বেগোপাড়ার কাছে সন্দেহজনক একটি গাড়ি আটকায় রানাঘাট থানার পুলিস। তখনই গাড়ি থেকে নেমে আসে চালকের আসনে বসা বছর চব্বিশের যুবক। কী ব্যাপার? গাড়ি কেন আটকানো হল? ইংরেজিতে প্রশ্ন করতে থাকে সে। কথায় স্পষ্ট দক্ষিণী টান। এরপরই নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ডিউটিরত পুলিসকর্মীদের সামনে আইনের বুলি আওড়াতে শুরু করে। এমন ভাবভঙ্গি দেখায়, যেন পুলিসের প্রশ্নকে সে পাত্তাই দিচ্ছে না। ইংরেজি, আইনের ধারা নিয়ে কথার ভেলকি দেখালেও পুলিস তাতে ভোলেনি। গাড়িতে তল্লাশি চালিয়ে ১০৪কেজি গাঁজা উদ্ধার হয়। যদিও তারপরও পুলিসতে চ্যালেঞ্জ করে সে পাল্টা বলতে থাকে, ‘এই গাঁজা আমার নয়। আমার গাড়িতে পুলিস তুলে দিয়েছে। মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।’ পরে ঘটনাস্থলে রানাঘাট-২ এর বিডিও শুভজিৎ জানা আসেন। তাঁর উপস্থিতিতে গাঁজা বাজেয়াপ্ত হয়। এরপর ওই যুবককে বাগে আনতে রানাঘাট থানার পুলিসের বেশি সময় লাগেনি। জেরা করে পুলিস জানতে পারে, তার নাম বিনোদ থমাস। চেন্নাইয়ে পৈতৃক বাড়ি হলেও এখন মুম্বইয়ের মণ্ডলা ওয়েস্টের একটি অভিজাতপাড়ায় থাকে। সে প্রকৃতই উকিল কিনা-তা জানার চেষ্টা করছে পুলিস। ওই যুবকের দাবি, সে নিজে গাঁজার ব্যবসায়ী নয়। এক ব্যক্তির গাঁজা কোচবিহার থেকে হাওড়া পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল। ওই ব্যক্তিই তাকে শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে দেয়। হাওড়ার নির্দিষ্ট পয়েন্টে গাঁজা পৌঁছে দিলে ‘ক্যারিয়ার’ হিসেবে তার এক লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। ধৃত যুবকের বিরুদ্ধে মাদক পাচার আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা 
হয়। বিচারক তার দু’দিনের পুলিস হেফাজত মঞ্জুর করেন। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা পাচারের 
রুট ও চক্রের ব্যাপারে অনুসন্ধান করবেন  তদন্তকারীরা। -নিজস্ব চিত্র
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা