বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

আবার বাঘের পায়ের ছাপ মিলল জঙ্গলে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আবার বাঘের পায়ের ছাপ মিলল পুরুলিয়ার ভাঁড়ারিয়া পাহাড়ের জঙ্গল লাগোয়া এলাকায়। মাস খানেক আগে এই এলাকা থেকেই বিদায় নিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। ফের ওই এলাকাতেই বাঘের পায়ের ছাপ মেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বনদপ্তরের অনুমান, এই একটি বাঘই প্রায় দেড় মাস ধরে ঝাড়খণ্ড-বাংলা সীমানা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কখনও এরাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কখনও ঝাড়খণ্ডের দলমা সহ বিস্তীর্ণ এলাকায় বিচরণ করছে। তবে, এবার বাঘকে কোনও ভাবেই বিরক্ত করতে চাইছে না বনদপ্তর। 
বনদপ্তরের যুক্তি, এই বাঘটি জঙ্গল এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে। লোকালয়ে প্রবেশ করছে না। সাধারণের কোনও ক্ষতি করছে না। লোকালয়ে ঢুকে গবাদি পশু খাওয়ার ঘটনাও নেই। তাই বনদপ্তরের কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, যতক্ষণ না বাঘটি সাধারণের কোনও ক্ষতি করছে, ততক্ষণ কিছু করা হবে না। তবে, বাঘটির উপর কড়া নজর রাখা হবে। তার জন্য ভাঁড়ারিয়ার জঙ্গল এলাকায় বনকর্মীরা পাহারায় রয়েছেন। এক বনকর্তা বলেন, বাঘের যাতে কেউ ক্ষতি করতে না পারে, সেদিকে আমরা সবসময় কড়া নজর রাখছি। 
বনদপ্তর সূত্রের খবর, শুক্রবার ভাঁড়ারিয়া পাহাড়ের যমুনাগোড়া এলাকায় বাঘের পায়ের টাটকা ছাপ দেখতে পাওয়া যায়। এর আগে এই এলাকায় দীর্ঘদিন ঘাঁটি গেড়েছিল জিনাত। তার সন্ধানে এই এলাকাতেই ঘাঁটি গেড়েছিল রয়্যাল বেঙ্গল। তাকে ধরতে কম কসরত করেনি বনদপ্তর। বহু টোপ দেওয়া হয়েছিল। বাঘকে খাঁচাবন্দি করতে চিড়িয়াখানা থেকে বাঘিনির প্রস্রাবও নিয়ে আসা হয়েছিল। কিন্তু কোনও টোপই কাজে আসেনি। অবশেষে পাহাড়ের একদিকে জাল দিয়ে ঘিরে শুরু হয়েছিল ৪৮ ঘণ্টার জঙ্গল অভিযান। তবুও নাগালে আসেনি ডোরাকাটা। বরং বারংবার বনদপ্তরের কর্তাদের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছে সে। চলে গিয়েছে ঝাড়খণ্ডে। মাঝে বাঁকুড়াতেও খোঁজ মিলেছিল তার। তারপর ফের শুক্রবার তার সন্ধান পাওয়া গেল সেই পুরাতন ডেরায়। 
শনিবারও বাঘটি ভাঁড়ারিয়ার জঙ্গল এলাকায় রয়েছে বলে অনুমান বনদপ্তরের কর্তাদের। বনদপ্তরের এক কর্তা বলেন, জঙ্গলে বাঘ থাকবে এটাই তো স্বাভাবিক। বনসৃজনের ফলে জঙ্গলের পরিমাণ বেড়েছে। তাই বাঘের আনাগোনা শুরু হয়েছে। তবে বাঘ কিংবা সাধারণ মানুষ, কারও যাতে কোনও ক্ষতি না হয়, আমরা সেদিকে নজর রাখছি। 
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা