বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

প্রেমের ফাঁদে পড়ে সিঙ্গাপুর থেকে এসে বিয়ে যুবকের, সর্বস্ব লুট করে উধাও স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রেমের ফাঁদে ফেলে সিঙ্গাপুর থেকে যুবককে বহরমপুরে ডেকে এনে বিয়ে করে এক যুবতী। নিজের পরিচয় আত্মগোপন করে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল সে। বিয়ের পর বহরমপুরের রাধারঘাট এলাকায় উত্তরপাড়ায় থাকতে শুরু করে তারা। দিন কুড়ি সংসার করার পর যুবকের সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তারপর থেকে ওই যুবতী পলাতক। এই ঘটনায় অভিযোগ দায়ের হল বহরমপুর থানায়। পুলিস ওই যুবতীর খোঁজে তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে, দিল্লি আইআইটি থেকে এমটেক করার পর সিঙ্গাপুরে গবেষণা করছিল ওই যুবক। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায়। সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় বীরভূমের লাভপুরের ওই যুবতীর সঙ্গে। একাধিক নাম রয়েছে ওই যুবতীর। তার আগে একটি বিয়ে হওয়া সত্ত্বেও সে এই যুবককে ফের বিয়ে করে। মিথ্যে নথি পেশ করে বীরভূম থেকে বিয়ের রেজিস্ট্রি করা হয় বলে জানতে পেরেছে পুলিস। বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ বলেন, সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ার পর ওই যুবক বিয়ে করে। ওই যুবতী মিথ্যা পরিচয় দিয়ে ওই যুবকের সঙ্গে থাকা শুরু করেছিল। তারপর তার বেশ কিছু জিনিসপত্র খোয়া গিয়েছে বলে অভিযোগ হয়েছে। আমরা মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছি। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় একমাস আগে, ওই যুবক সিঙ্গাপুর থেকে কলকাতা এয়ারপোর্টে নামে। সেখান থেকে গাড়ি নিয়ে বীরভূমের ফুটিশাকো আসে। সেখানে যুবকের গাড়িতে ওঠে ওই যুবতী। ওইদিনই যুবকের সঙ্গে রেজিস্ট্রি বিয়ের পর তারা বহরমপুর এসে থাকা শুরু করে। ওই যুবক জানিয়েছে, আমার খাবারের সঙ্গে রাসায়নিক মিশিয়ে অচৈতন্য করে আমার সমস্ত নথিপত্র নিয়ে যুবতী চম্পট দিয়েছে বলে অভিযোগ জানিয়েছি। ওই যুবকের কাছ থেকে তিন লক্ষ টাকা, ল্যাপটপ, মোবাইল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যানকার্ড, পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়েছে ওই যুবতী। এমনকী অনলাইন পেমেন্ট করার অ্যাপ্লিকেশনগুলিও নিজের হেফাজতে নিয়ে নিয়েছে, বলে অভিযোগ। এভাবে প্রতারণার ঘটনা শুনে রীতিমতো অবাক পুলিস আধিকারিকরাও।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা