বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

নানুরে অনুব্রত অনুগামী তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি, আগুনে পুড়ল চালাঘর

সংবাদদাতা, বোলপুর: শুক্রবার রাতে নানুরের বাইতারা গ্রামে অনুব্রত মণ্ডলের অনুগামীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ওই রাতে  অনুব্রত অনুগামী তৃণমূল কর্মী আইনুল হকের বাড়ি সহ একাধিক বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। তা থেকেই আইনুলের বাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় পোষ্য ছাগলের মৃত্যুর পাশাপাশি বাড়ির নানা সামগ্রী পুড়ে যায়। মহিলাদের উপর চড়াও হয়ে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। আইনুল শেখ বলেন, অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ার কারণেই কাজল শেখের লোকজন দিনকয়েক আগে আমার উপর চড়াও হয়। আমাদের ছেলেদের মেরে তাড়িয়ে গ্রামছাড়া করা হয়। কোনওরকমে পাশের গ্রামে লুকিয়েছিলাম। সেই সুযোগে শুক্রবার রাতে আমার বাড়িতে বোমাবাজি হয়। তাতে আমার চালাবাড়ি পুড়ে যায়। সেখানে ছাগল সহ অন্যান্য আসবাবপত্র ছিল। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। দু’টি তাজা বোমাও বাড়িতে পড়েছিল। সেগুলি বিস্ফোরণ হলে আরও ক্ষয়ক্ষতি হতে পারত। 
যদিও অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, পারিবারিক বিবাদে এধরনের ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। 
এদিকে, শান্তিনিকেতনের রূপপুরের মোমিনপাড়ায় আবার তিনজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করায় মারধর করা হয়। ঘটনায় জখম নুর আফসার মোল্লা, সাদের আলি মিঞা ও মুজিবর মিঞা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগের তির বোলপুর পুরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় দু’পক্ষের মোট ১৩জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বোলপুর আদালতের বিচারক। যদিও অভিযোগ অস্বীকার করে বাবু দাস বলেন, পারিবারিক বিবাদে এই ঘটনা। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। 
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা