বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ফরাক্কায় রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ধিক্কার সভা

সংবাদদাতা, জঙ্গিপুর: রেল অবরোধকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রতিবাদে ধিক্কার সভার আয়োজন করল ফরাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। শনিবার বিকেলে ফরাক্কার সাঁকোপাড়া হল্ট স্টেশন চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, সদস্য থেকে স্থানীয় মানুষ। কিছুদিন আগে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ দশদফা দাবিতে রেল অবরোধ করে অ্যাসোসিয়েশন। ট্রেন চলাচলে বাধা দেওয়ার অপরাধে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ পাঁচ সদস্যের নামে অভিযোগ দায়ের করে রেল। অভিযোগ না তুললে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ার দেন সদস্যরা। ফরাক্কা আরপিএফের ইন্সপেক্টর সঞ্জয় মুদি বলেন, ট্রেন চলাচলে বাধা দিলে বা সম্পত্তি নষ্ট করলে রেল আইনি পদক্ষেপ নেবে। এক্ষেত্রেও তেমনই করা হয়েছে।
জানা গিয়েছে, অবরোধ করার অপরাধে ফরাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সহ পাঁচ সদস্যের নামে পদক্ষেপ নেয় রেল। এদিন সকালে আরপিএফের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের ডেকে পাঠান হয়। তারপরই প্রতিবাদে অ্যাসোসিয়েশন ধিক্কার সভার আয়োজন করে। সপ্তাহ খানেক আগে রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ফরাক্কার অর্জুনপুরের সাঁকোপাড়া হল্ট স্টেশনে হাওড়া-কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি তোলে। হল্ট স্টেশনকে পূর্ণাঙ্গ স্টেশন করার দাবি জানানো হয়। অ্যাসোসিয়েশন কিছুক্ষণ অবরোধ করে। ফলে মালগাড়ি সহ একটি প্যাসেঞ্জার ট্রেন আটকে যায়। খবর পেয়ে রেলকর্তারা ঘটনাস্থলে আসেন। তাঁরা অবরোধকারীদের দাবি ভেবে দেখার আশ্বাস দেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানান রেলকর্তারা। তবুও পদক্ষেপ নেওয়ায় অ্যাসোসিয়েশনের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।
আহ্বায়ক সহিদুল আলম বলেন, অবরোধের দিন এডিআরএম আমাদের দাবি ন্যায্য বলে মেনে নেন। এমনকী, আমাদের দাবিগুলি মেনে একমাসের মধ্যেই কার্যকর করার আশ্বাসও দেন। আমাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানান। তারপর আরপিএফ আমাদের সমন গ্রহণের জন্য ডেকে পাঠায়। জেনেছি, আমাদের নামে জামিন অযোগ্য ধারায় কেস দেওয়া হয়েছে। আমরা সেই সমন গ্রহণের জন্য আরপিএফ অফিসে যাইনি। আমরা অন্যায্য কিছু করিনি। 
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা