বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বীরভূমে স্বনির্ভর গোষ্ঠীর কাজ খতিয়ে দেখলেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ খতিয়ে দেখতে স্বনির্ভর ও স্বনিযুক্তি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা দু’দিনের জেলা সফর শেষ হল। বৃহস্পতিবার সকাল থেকে বীরভূম জেলাজুড়ে স্টাডি ভিজিট শুরু হয়। জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ খতিয়ে দেখা হয়। পরে শুক্রবার বিকালে জেলা প্রশাসন ভবনে বৈঠক হয়। জেলাশাসক বিধান রায় সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে কমিটির সদস্যরা ম্যারাথন বৈঠক করেন। বৈঠকে বিধানসভার ডেপুটি স্পিকারও উপস্থিত ছিলেন। 
ওই বৈঠকে স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজের মানোন্নয়ন নিয়ে একাধিক প্রস্তাবও উঠে আসে। আগামীতে জেলা প্রশাসন ওই প্রস্তাবকে সামনে রেখে কাজে ঝাঁপাতে চাইছে। এছাড়াও শিশুশ্রম, বাল্যবিবাহ রোধ নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক শেষে কমিটির চেয়ারপার্সন তথা বিধায়ক নীলাবতি সাহা বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ দেখে আমরা খুবই আপ্লুত। তাঁদের হাতে তৈরি সামগ্রীর মধ্যে কাঁথাস্টিচ এগিয়ে রয়েছে। জেলায় নতুন নতুন গোষ্ঠীও তৈরি হচ্ছে। আরও প্রশিক্ষণ দেওয়া হবে। আগামীতে কাজের পরিধি আরও বাড়বে।
জেলাশাসক বলেন, স্ট্যান্ডিং কমিটির তরফে প্রশংসার পাশাপাশি পরামর্শও দেওয়া হয়েছে। উত্কর্ষ বৃদ্ধির লক্ষ্যে যা যা পরামর্শ দিয়েছেন, সেসব মাথায় রেখে আরও এগিয়ে যাব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ভাবনা এবং নির্দেশে টিম বীরভূম আরও ভালো কাজ করবে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা