বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ঝাড়গ্রাম পশ্চিম চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে ঝাড়গ্রাম পশ্চিম চক্রের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। চক্রের প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি ও শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করে। রাজ্য বনদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বিরবাহা হাঁসদা প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা করেন। ঝাড়গ্রাম কুমুদকুমারী মাঠে এদিন সকাল থেকেই ছিল উৎসবের মহল। 
ঝাড়গ্রামে স্কুলের ছেলে-মেয়েদের খেলাধুলোর প্রতি উৎসাহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য ও জাতীয়স্তরে ক্রীড়া প্রতিযোগিতার আসরে স্কুলের ছেলেমেয়েরা সফলতা লাভ করছে। তিরন্দাজি, যোগা, ফুটবলের মতো খেলাধুলোয় সাড়া ফেলে দিয়েছে। স্কুল শিক্ষকরা এক্ষেত্রে অগ্ৰণী ভূমিকা নিচ্ছেন। পশ্চিম চক্রের ক্রীড়া প্রতিযোগিতায় কে কে আই ইন্সটিটিউশন মাঠ চত্বর সাজিয়ে তোলা হয়। জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি জয়দীপ হোতা, মাধ্যমিক জেলা বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়, অবর বিদ্যালয় পরিদর্শক সৌমিত্র নন্দী, পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় ৩৪টি ইভেন্টে ২৩২জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ১১৮জন ছাত্র ও ১১৪জন ছাত্রী ছিল। চক্রের ৩৪৯জন শিক্ষকশিক্ষিকা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতার কো অর্ডিনেটর দেবাশিস শীট বলেন, পশ্চিম চক্রের ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনায় মাঠ চত্বর মুখরিত হয়ে উঠেছিল। ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, রাজ্য সরকার জেলার ক্রীড়া উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়েছে। তিরন্দাজি, ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছি। এই ধরনের প্রতিযোগিতা সামনের দিনে খেলার জগতে নতুন নতুন প্রতিভা তুলে আনবে।-নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা