বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

উৎসাহ উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হল তপসিয়া চক্রের ক্রীড়া প্রতিযোগিতা 
 

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েদের প্রয়োজন সুস্থ, ও আনন্দময় এক জীবন। তারজন্য খেলাধুলার কোনও বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। ঝাড়গ্রাম জেলাজুড়ে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা চলছে। গোপীবল্লভপুর-২ ব্লকের বাহারুনা ফুটবল মাঠে উৎসাহ উদ্দীপনার সঙ্গে তপসিয়া চক্রের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা হয়।ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাউ, তপসিয়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রথীন সোরেন, বিডিও নীলোৎপল চক্রবর্তী, ঝাড়গ্রাম জেলা স্পোর্টস মিটের জয়েন্ট কো-অর্ডিনেটর স্বপন পাত্র প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এছাড়াও তাঁদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট আটটি স্কুলের ২৫৪জন ছাত্রছাত্রী অংশ নেয়। মোট ৩৪টি ইভেন্টে ছিল। শিক্ষকদের জন্য ছিল দু'টি ইভেন্ট। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরাও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করে।মালিঞ্চা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিরণময় গিরি বলেন, স্কুলে পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের খেলাধুলার প্রতি উৎসাহ দেওয়া হয়। স্কুলের তরফে সারাবছর ধরে নানা ক্রীড়া প্রতিযোগিতা হয়। উৎসাহের সঙ্গে ছাত্রছাত্রীরা তাতে অংশগ্রহণ করে। বর্তমানে অভিভাবকরা ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আগ্ৰহ বাড়াতে উৎসাহ দিচ্ছেন। লাউপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিন মল্লিক বলেন, শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার সঙ্গে খেলাধুলা অপরিহার্য। জেলা পরিষদের সভাধিপতি বলেন, জেলার ছেলেমেয়েরা ক্রীড়াক্ষেত্রে সুনাম অর্জন করছে। রাজ্য সরকারের উদ্যোগে ক্রীড়া ক্ষেত্রে নতুন নতুন প্রতিভা উঠে আসছে।-নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা