বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

পটাশপুরে দক্ষিণ খাড় স্টার ক্লাবের নবনির্মিত মন্দির উদ্বোধন, উন্মাদনা
 

সংবাদদাতা, কাঁথি: ‘জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর’। স্বামী বিবেকানন্দের এই অমোঘ বাণীকে পাথেয় করে এগিয়ে চলেছে পটাশপুরের খাড় পঞ্চায়েতের দক্ষিণ খাড় স্টার ক্লাব। এগরা শহর থেকে উত্তরে তিন কিলোমিটার দূরেই এগরা-বাজকুল রাজ্য সড়কের ঠিক পাশেই এই ক্লাবের অবস্থান। সমাজসেবা ও মানুষের পাশে থাকাই ক্লাবের কর্মকর্তাদের মূল ব্রত। ক্লাবের পরিচালনায় শনিদেব ও দক্ষিণাকালী মাতার বড় এবং দৃষ্টিনন্দন মন্দিরও গড়ে উঠেছে। শুক্রবার পুরনো মন্দির থেকে নবনির্মিত মন্দিরে বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা হয়। এই উপলক্ষ্যে ছ’দিন ধরে অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি রয়েছে। ক্লাবের ভবনে দেওয়ালের গায়ে বড় করে লেখা, ‘আপনাদের সেবাই আমাদের সাফল্য’। ‘বৃহত্তর সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের সঙ্গে মানুষের কাজে’। এই স্লোগানগুলি সারা বছর ধরেই বাস্তবায়িত করা হয়, জানান ক্লাবের কর্মকর্তারা। শুক্রবার মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। তার আগে বর্ণাঢ্য ও সুসজ্জিত শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। শনিবার প্রতিবন্ধীদের আর্থিক ভাতা সহ অন্যান্য কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় রয়েছে সঙ্গীতানুষ্ঠান। রবিবার মহাপ্রভুর আগমন ও নগরকীর্তন এবং প্রসাদ বিতরণ রয়েছে। রয়েছে যাত্রানুষ্ঠান। সোমবার ক্লাবের পরিচালনায় বার্ষিক সরস্বতী পুজো সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মঙ্গলবার রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির, যেমন খুশি সাজো প্রতিযোগিতা। রাতে যাত্রানুষ্ঠান। বুধবার শেষ দিনে দুঃস্থদের বস্ত্র বিতরণ রয়েছে। রাতে জি-বাংলা ও সারেগামাপার তারকা শিল্পী সমন্বয়ে জমকালো বিচিত্রানুষ্ঠান রয়েছে। ক্লাবের কর্মকর্তারা বলেন, প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এলাকার সাত-আটটি গ্রাম সহ বিদ্যালয়গুলিতে বৃক্ষরোপণ কর্মসূচি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, বিনামূল্যে দুঃস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক, রক্তদান শিবির, দুঃস্থ পরিবারের কন্যার বিয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্লাবের কর্ণধার আনন্দগোপাল আচার্য বলেন, আমরা দুঃস্থদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, ৭০জন মানসিক প্রতিবন্ধীকে দুই-আড়াই লক্ষ টাকা ভাতা, প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল বিলি সহ অন্যান্য সামাজিক কর্মসূচি নিয়ে থাকি। সমস্ত কর্মসূচিই বিনামূল্যে করা হয়। 
ক্লাবের অন্যতম সদস্য অর্ণব মিশ্র বলেন, মন্দির নির্মাণে আশপাশের প্রতিটি গ্রামের বাসিন্দারা আর্থিক সহযোগিতা করেছেন। মন্দিরে পুজো দেওয়ার জন্য দূরদূরান্ত থেকে ভক্তদের ঢল নামে। ক্লাবের প্রাক্তন সভাপতি শচীন্দ্র আচার্য, সম্পাদক তাপস বেরা, প্রাক্তন সম্পাদক মোহন মুনিয়ান, সদস্য অলকেশ মাইতি বলেন, প্রথম যখন মন্দির প্রতিষ্ঠা হয় তখন পুজোর প্রায় সব সরঞ্জাম এসে গেলেও একটি ঘণ্টা আনতে কারও খেয়াল ছিল না। তা কেনার পরিকল্পনা করা হয়। ঠিক তখনই রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ি থেকে আশ্চর্যজনকভাবে মন্দিরের সামনেই ঘণ্টা পড়ে যায়। এখনও তা মন্দিরে রয়েছে। এক মহিলার ছেলে সাত বছর ধরে নিখোঁজ ছিলেন। মন্দিরে পুজো দিয়ে ছেলেকে ফেরত পাওয়ার জন্য প্রার্থনা করে যান। ঠিক তার পরদিনই নিখোঁজ ছেলে ফিরে আসেন। মন্দিরের সঙ্গে এমনই নানা ঘটনা জড়িয়ে রয়েছে।-নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা