বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মহিলা সেজে দোকানে চুরি, বিষ্ণুপুরের যুবককে গ্রেপ্তার

সংবাদদাতা, বিষ্ণুপুর: মহিলা সেজে রাতের অন্ধকারে বিষ্ণুপুরের বিভিন্ন দোকানে চুরির অভিযোগে শনিবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম আরমান খান। বাড়ি শহর লাগোয়া শ্যামসুন্দরপুর গ্রামে। পুলিস জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে। সে এখন মহিলা সেজে নতুন কৌশলে চুরি করতে নেমেছিল। সালোয়ার কামিজে শরীর ও কালো কাপড়ে মুখ ঢেকে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও তার পা এবং শরীরের গঠন তাকে চিনিয়ে দেয়। তার আগের ছবির সঙ্গে দোকানের সিসি ক্যামেরার ছবিতে পাওয়া শরীরের গঠন মিলিয়ে তাকে চিহ্নিত করা সম্ভব হয়। আরমান চুরির ঘটনা স্বীকার করেছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের একটি দোকানে রাতে সালোয়ার কামিজ পরে একজনকে ঢুকতে দেখে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি এক দোকানদার। পরে তিনি ভালো করে নিজের মোবাইলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হন যে সত্যিই একজন সালোয়ার কামিজ পরে দোকানে ঢুকেছে। এরপরেই তিনি আশপাশের দোকানদারদের ফোন করেন। পুলিসকেও বিষয়টি জানান। তারপরই দলবল নিয়ে দোকানের কাছে যেতেই সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিস সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে, সে আসলে মহিলা নয়। ছিঁচকে চোর আরমানই মহিলার বেশ ধরেছিল। দোকানদারের কাছ থেকে অভিযোগ পেয়েই পুলিস শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে। কয়েকদিন আগে লাইট হাউস মোড়ে একটি দোকানে চুরি হয়। সেখানেও সে মহিলা সেজে দোকানের তালা ভেঙে কিছু সামগ্রী চুরি করেছে। একইভাবে শহরের অন্য একটি দোকানে চুরি করতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিস তাকে চিহ্নিত করে। পা এবং শরীরের গঠনই তাকে চিনিয়ে দেয়। 
পুলিসের আধিকারিক বলেন, বিষ্ণুপুরের বিভিন্ন চুরির ঘটনায় দুষ্কৃতীদের নানা কৌশল অবলম্বন করতে দেখা গিয়েছে। কিন্তু মহিলা সেজে এই প্রথম চুরি করতে দেখা গেল। -নিজস্ব চিত্র
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা