বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

২৪ জানুয়ারি পুনর্মিলন, বেঁধে বেঁধে থাকার বার্তা প্রাক্তনীদের

প্রদীপ্ত দত্ত, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰাম কুমুদকুমারী ইন্সটিটিউশন শতবর্ষ পার করেছে। শিক্ষাদানের ধরাবাঁধা চেনা ছক বদলে দিয়েছে এই স্কুল। স্কুলের কৃতী ছাত্ররা দেশবিদেশের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছেন। স্কুল শুরুর ঘণ্টা, শিক্ষকদের সস্নেহ বকুনি, ক্লাসরুমে বন্ধুদের খুনসুটি প্রাক্তনীদের স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে রয়েছে। ঝাড়গ্রাম কেকেআই অ্যালমনি অ্যাসোসিয়েশনের পুনর্মিলন উৎসব এবার তৃতীয় বর্ষে পড়বে। আগামী ২৪ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার সঙ্গে দিনটি পালন করা হবে। সদস্যদের এবারের বার্তা, ‘আয় আরও বেঁধে বেঁধে থাকি’। একই সঙ্গে অঙ্গীকার প্রকৃতি সংরক্ষণ ও মানুষের পাশে থাকার। 
ঝাড়গ্রাম রাজ পরিবারের পৃষ্টপোষকতায় ১৯২৪ সালে এই স্কুলের সূচনা হয়। সেইসময় নাম ছিল ঝাড়গ্ৰাম মিডল ইংলিশ স্কুল। রাজমাতা কুমুদ কুমারীর নামে পরে স্কুলটির নামকরণ করা হয়। শতাব্দী প্রাচীন এই স্কুল আজও শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। স্কুলের প্রাক্তনীরা যৌথভাবে লাইব্রেরি, কনফারেন্স হল তৈরি করেছেন। স্কুল পার্শ্ববর্তী এলাকার পরিচ্ছন্নতার কাজে তাঁরা নিয়মিত হাত লাগান। প্রাক্তনীরা কাজের পরিধি সমাজের নানা ক্ষেত্রে ছড়িয়ে দিচ্ছেন। 
কেকেআই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ প্রসূন ঘোষ বলেন, ২০২২ সালে এই সংগঠনের পথ চলা শুরু হয়। আগামী শুক্রবার সকালে বাইক র‌্যালি করে শহর পরিক্রমা করা হবে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। স্কুলের প্রাক্তন, বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষকরা এই পুনর্মিলন অনুষ্ঠানে শামিল হবেন। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। রক্তদান শিবির ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যেবেলায়। বাংলা ব্যান্ড ও নামী সঙ্গীতশিল্পী পারফর্ম করবেন।  
সংগঠনের সভাপতি জয়দীপ মল্লদেব বলেন, অধীর আগ্ৰহে এই দিনটির জন্য অপেক্ষা করছি। মনে আছে উমেশদা স্কুল শুরুর ঘণ্টা বাজাতেন। আমরা প্রার্থনার জন্য মাঠে ছুটে যেতাম। ক্লাসরুমেও দুষ্টুমি করতাম। প্রিয় শিক্ষকরা আমাদের স্নেহ সহকারে শিক্ষা দিতেন। সেই শিক্ষা আমাদের পথ চলা সহজ করে দিয়েছে। পুরনো বন্ধুরা সব আসবে। স্কুল জীবনের নানা গল্পে সকলে মশগুল হব। প্রাক্তন ছাত্র তথা স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন, গতবছর আমরা শতবর্ষ উদযাপন করেছি। আমি নিজেও গৌরবোজ্জ্বল এই স্কুলের একজন প্রাক্তনী। স্কুলের অতীত ও বর্তমানের মেলবন্ধনে সেতুর ভূমিকায় রয়েছি। মানুষ গড়ার লক্ষ্য নিয়ে এই স্কুলের পথ চলা শুরু হয়েছিল। আগামীতেও এই স্কুল সেই পথেই হাঁটবে। 
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা