দক্ষিণবঙ্গ

বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত: বিএসএফ

সংবাদদাতা, শিলিগুড়ি: হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। বাংলাদেশ থেকে বহু মানুষ এপার আসার জন্য চেষ্টা করেছেন। এখনও সেই প্রবণতা চলছে। বিশেষ করে উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা সবচেয়ে বেশি। বিএসএফ-র জন্য অনুপ্রবেশকারীরা সফল হচ্ছে না। উত্তরবঙ্গ সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে বিএসএফ সম্পূর্ণ সফল। বিএসএফ ভালো কাজ করছেন। শনিবার শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়ায় বিএসএফের নতুন মহিলা জওয়ানদের শপথগ্রহণ অনুষ্ঠানে একথা বলেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, উত্তরবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা সম্পূর্ণরূপে সুরক্ষিত। বিএসএফ এই অঞ্চলে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ করেছে। টহল, নজরদারি বেড়েছে। যার জন্য উত্তরবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে এখনও পর্যন্ত অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। প্রতিটি ক্ষেত্রে সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানরা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ফিরে যেতে বাধ্য করেছেন। বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতিতে  চোরাচালান ও অন্যান্য সীমান্ত সমস্যাও মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি বলে জানান সূর্যকান্ত শর্মা। এদিন শালুগাড়া বিএসএফ ক্যম্পে নতুন ৩৮৫ জন মহিলা জওয়ান কাজে যোগ দিলেন। ৪৯ সপ্তাহের প্রশিক্ষণের পর এদিন তাঁরা শপথ গ্রহণ করেন। জাঁকজমক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্যকান্ত শর্মা সহ বিএসএফের অন্য আধিকারিকরা। মহিলা জওয়ান নিয়োগ প্রসঙ্গে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি বলেন, ২০১১ সালে বিএসএফে মহিলা সুরক্ষা কর্মী নিয়োগ শুরু হয়। সীমান্ত সুরক্ষার দায়িত্বে মহিলারা দক্ষতার সঙ্গে ভালো কাজ করছেন। তাই মহিলা জওয়ান নিয়োগের ক্ষেত্রে বিএসএফ বিশেষ জোর দিয়েছে। এদিন ৩৮৫ জন নতুন মহিলা জওয়ান কাজে যোগ দিলেন। ৪০ সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে তাঁরা নিজেদের দেশরক্ষার জন্য উপযুক্ত করে তুলেছেন।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা