দক্ষিণবঙ্গ

মুর্শিদাবাদে ফের বিদেশি পর্যটকের দল, ব্যবসা বাড়ায় খুশি ব্যবসায়ীরা

সংবাদদাতা, লালবাগ: সাবেক নবাবী তালুক মুর্শিদাবাদে দিন দিন বিদেশি পর্যটকরা ভিড় করছেন। রবিবার ২২ সদস্যের একটি দল নবাবী মুলুকে পা রাখে। ওই দলে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নিউইয়র্ক এবং রাশিয়ার নাগরিকরা ছিলেন। এদিন সকালে জলপথে কলকাতা থেকে লালবাগের নিউ প্যালেস ভাগীরথী ঘাটে এসে তাঁরা পৌঁছন। কাটরা মসজিদ, হাজার দুয়ারি প্যালেস মিউজিয়াম, কাঠগোলা বাগান ও প্রাসাদ ঘুরে দেখে সন্ধ্যায় জলপথে কলকাতার উদ্দেশে রওনা দেন। নবাবী স্থাপত্যের শ্রেষ্ঠ নির্দশন হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামের ভূয়সী প্রশংসা করেন বিদেশি পর্যটকরা। শীতের ভরা মরশুম শুরুর আগেই দর্শনীয় স্থানগুলিতে বিদেশি পর্যটক দলের আগমনে খুশির হাওয়া পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহল। এবার শীতের মরশুমে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের দেখা মিলবে এই আশায় বুক বাঁধতে শুরু করেছে হোটেল ব্যবসায়ী, গাইড, টাঙাচালক থেকে বিভিন্ন পেশার মানুষ। 
ইতিহাসের শহর মুর্শিদাবাদ। শহরের পরতে পরতে ছড়িয়ে রয়েছে নবাব ও জমিদারদের ইতিহাস। এই ইতিহাসের টানেই সারা বছর ধরে মুর্শিদাবাদে দেশ-বিদেশের পর্যটকরা আসেন। তবে শীতের মরশুমে পর্যটক সমাগম সবচেয়ে বেশি হয়। এবার শীতের মরশুম শুরুর আগেই বিদেশি পর্যটকদের দল আসতে শুরু করেছে। অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে প্রথম বিদেশি পর্যটকদের দল আসে। তারপর আরও তিনটি দল ঘুরে গিয়েছে। রবিবার আবার ২২ সদস্যের দলটি মুর্শিদাবাদে আসে। এদিন সকালে নিউ প্যালেস ভাগীরথীর ঘাট থেকে টাঙায় চেপে দলটি প্রথমে কাটরা মসজিদে যায়। সেখানে এক ঘণ্টার বেশি সময় ধরে ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের সঙ্গে গল্পগুজবে মেতে ওঠে। বেশ কয়েকজন বিদেশি পর্যটক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সেলফি তোলেন। পাশাপাশি তাঁদের ছবি নিজেদের ক্যামেরা বন্দি করেন। কাটরা মসজিদ থেকে দলটি হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামে আসে। সেখান থেকে কাঠগোলাপ বাগানে যায়। পর্যটক দলের সদস্য সুইজারল্যান্ডের নাগরিক রবিনা ডিসুজা বলেন, অনেক দিন ধরেই মুর্শিদাবাদ আসার ইচ্ছা ছিল। নবাবী আমলের হাজারদুয়ারি, কাটরা মসজিদের স্থাপত্য শিল্পশৈলী সত্যিই বিস্ময়কর। 
অস্ট্রেলিয়ার বাসিন্দা জোসেফ হ্যারিস বলেন, হাজারদুয়ারির কথা অনেক শুনেছিলাম। এবার সামনে থেকে চাক্ষুষ করলাম। খুবই ভালো লাগল। 
টাঙাচালক রওসন শেখ বলেন, মুর্শিদাবাদ ঘুরতে বিদেশি পর্যটকদের প্রথম পছন্দ টাঙা। ভাড়ার পাশাপাশি বকশিসও মেলে। সবমিলিয়ে দিনের শেষে ভালো রোজগার হয়। সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, দেশ-বিদেশের পর্যটকরা আবার মুর্শিদাবাদমুখী হচ্ছে। এটা জেলার পর্যটনের ক্ষেত্রে খুব ভালো দিক।
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা