দক্ষিণবঙ্গ

১৫ থেকে ২০ বছর ধরে মাটির বাড়িতেই বাস বাংলা আবাস ঘিরে স্বপ্ন দেখছেন বড়ঞার মুড্ডা গ্রামের বাসিন্দারা

সংবাদদাতা, কান্দি: আবার নতুন করে ঘরের স্বপ্ন জেগে উঠেছে। আশাহত বুকে নতুন করে আশা জাগিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামের বাসিন্দাদের মধ্যে কেউ ২০ বছর, কেউবা তারও বেশি সময় ধরে বাস করছেন চালাঘরে। কোথাও পরিবারের কর্তা কর্মক্ষমতা হারিয়েছেন, কোথাও আবার কর্তা পক্ষাঘাতে আক্রান্ত। বড়ঞা ব্লকের মুড্ডা গ্রামের এমনই কয়েকটি পরিবারের ভরসা এখন রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর। আশা ছাড়েননি কেউই। এবার পাকা বাড়িতে বাস করার স্বাদ মিটবে বলে দাবি তাঁদের।
গ্রামের প্রৌঢ় সুকুমার বাগদি বাস করেন দু’টি মাটির দেওয়ালের উপর ত্রিপলের ছাউনির মধ্যে। নিজে অসুস্থতার জন্য কর্মক্ষমতা হারিয়েছেন। স্ত্রী পরিচারিকার কাজ করে সংসারের হাল ধরেছেন। সুকুমারবাবু বলেন, পাকা বাড়িতে বাস করার স্বপ্ন বহু বছরের। দুই বছর আগে পঞ্চায়েত থেকে ঘর তৈরি করে দেবে বলা হয়েছিল। কিন্তু তারপরেই নাকি সেসব বন্ধ হয়ে গিয়েছে। এবার ওরা ফের বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য ওই ঘর বানিয়ে দেবে। তাই নতুন করে আশা জেগেছে। 
গ্রামের চন্দ্র গুরুং উত্তরবঙ্গের বাসিন্দা হলেও বিবাহ সূত্রে শ্বশুরবাড়িতেই থেকে গিয়েছেন। গ্রামে পার করেছেন প্রায় ৪০ বছর। বর্তমানে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ছোট চারটি মাটির দেওয়ালের উপর খড়ের চালা নিয়ে স্ত্রীর সঙ্গে রয়েছেন। হাঁটাচলা কোন ভাবেই করতে পারেন না। তিনি অস্পষ্টভাবে বললেন, বিজেপি সরকার আমাদের ঘর আটকে দিয়েছে। পঞ্চায়েত থেকে বলা হয়েছে এবার বাংলার দিদি ঘর বানিয়ে দেবে। সেই আশায় রয়েছি।
গ্রামের সারজিনা বিবি বাস করেন ত্রিপলের ছাউনি দেওয়া ঘরে। সেখানেই তিন সন্তানকে নিয়ে বসবাস করছেন প্রায় ১৫ বছর ধরে। বললেন, পঞ্চায়েতকে বহুবার জানিয়েছি, কিন্তু ঘর পাইনি। এখন ব্যাপারটা এমন হয়েছে যে বৃষ্টি বা দুর্যোগ হলেই অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়। পঞ্চায়েত থেকে বাংলা আবাস পাব বলা হলেও এখনও কেউ সার্ভে করতে আসেননি। গ্রামের মধুসুধন বাগদি বলেন, বাংলা আবাস প্রকল্পের লোকজন বাড়িতে আসবেন বলেছেন। এখন কবে আসেন সেটাই দেখার। তবে বিশ্বাস আছে, এবার পাকা ছাদের নীচে বাস করতে পারব।
যদিও স্থানীয় খোরজুনা পঞ্চায়েত প্রধান করবী বাগদি বলেন, শুধু ওই গ্রামেই নয়, পঞ্চায়েত এলাকায় যে সব বাসিন্দা মাটির বাড়িতে বসবাস করছেন, তাঁদের প্রত্যেকের জন্য পঞ্চায়েত থেকে পাকাবাড়ির সুপারিশ করা হবে।
বড়ঞা বিডিও গোবিন্দ দাস জানান, বাংলা আবাস প্রকল্পের টিম বিভিন্ন গ্রামে পৌঁছে সার্ভে করছে। এরপরেও যাঁদের বাড়িতে টিম পৌঁছবে না। তাঁরা বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ির প্রয়োজন মনে করলে প্রশাসনের কাছে আবেদন করতে পারেন।
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা