দক্ষিণবঙ্গ

পরিযায়ী শ্রমিকদের ঢাল করেছিল ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত প্রতারকরা

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মালদহের বৈষ্ণবনগরের চকসেহেদি গ্রামের বাসিন্দা পিন্টু শেখ। পরিযায়ী শ্রমিকের কাজ করে। রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে দিনে ৩০০ টাকা আয় করত। পুজোর পর সাইবার প্রতারকদের এজেন্ট তার কাছে হাজির হয়। অ্যাকাউন্ট ‘ভাড়া’ দেওয়ার  পরামর্শ দেয়। এক থেকে দেড় হাজার টাকা তাকে দেওয়া হবে বলে জানানো হয়। সে রাজি হয়ে যায়। পরে দফায় দফায় সাইবার প্রতারকরা তার অ্যাকাউন্টে টাকা জমা করতে থাকে। সে নিজেও কয়েক দফায় টাকা তুলে দেয়। এরপরই পুলিস তাকে গ্রেপ্তার করে। শুধু পিন্টু নয়, উত্তর দিনাজপুরের ২৪ বছরের এক  শ্রমিক কেরলে রাজমিস্ত্রির কাজ করে। সেখানেও প্রতারকদের এজেন্ট হাজির হয়ে যায়। সেরাজ্যে একটি ব্যাঙ্কের শাখায় তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। স্থানীয় পরিচয়পত্র সে-ই জোগাড় করে দেয়। চোপড়ার কয়েকজন শ্রমিক বিহারের কিষানগঞ্জে অ্যাকাউন্ট খোলে। তাদেরও অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়। পুলিস জানতে পেরেছে, ট্যাব কেলেঙ্কারির ঘটনায় সবচেয়ে বেশি টাকা পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে গিয়েছে।
কেন তাদের টার্গেট করা হল? এক আধিকারিক বলেন, পরিযায়ী শ্রমিকদের অনেকেই চার-পাঁচ মাস বাড়ি ফেরেন না। কেরল, রাজস্থান বা মহারাষ্ট্রে যাঁরা রয়েছেন তাঁদের অনেকেই বছরে এক-দু’বার বাড়ি ফেরেন। তাঁরা অ্যাকাউন্টের মাধ্যমেই বাড়িতে টাকা পাঠান। অনেকেরই একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। দিনের পর দিন একই জায়গায় থাকায় তাঁদের অ্যাকাউন্ট খুলতেও তেমন সমস্যা হয় না। মালদহ, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকরা সারা দেশে ছড়িয়ে রয়েছেন। তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হলে ধরা পড়ার আশঙ্কা কম। এমন ধারণা ছিল তাদের। এই সমস্ত কারণে তারা পরিযায়ী শ্রমিকদেরই বেছে নিয়েছিল। তদন্তকারীরা ভিন রাজ্যে গিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, যাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে গ্রেপ্তারের সংখ্যা ৫০০ ছাড়িয়ে 
যাবে। সংখ্যাটা ভবিষ্যতে আরও বাড়তেও পারে। 
পরিযায়ী শ্রমিকদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন মুর্শিদাবাদের মতিউর রহমান। তিনি বলেন, শ্রমিকদের মগজধোলাই করে বিপথে নিয়ে যাওয়ার প্রবণতা বহুদিনের। অনেক পরিযায়ী শ্রমিক নিজেদের অজান্তে প্রতারকদের জালে জড়িয়ে গিয়েছে। তারা পেটের দায়ে ভিনরাজ্যে পাড়ি দেয়। শিক্ষার হার কম। সেই সুযোটা কাজে লাগায় প্রতারকরা। তাদের সচেতন করার কাজ আমরা করি। কিন্তু তারপরও লোভে পড়ে অনেকেই প্রতারকদের জালে জড়িয়ে যাচ্ছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের অনেকেই জানতেই পারেনি কী কারণে তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল। শুধু কমিশনের টোপেই তারা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেয়। অনেকে এটিএম কার্ডও বিশ্বাস করে দিয়েছিল। প্রতারণার টাকা থেকে কমিশন নিয়ে তারা বিপাকে পড়ে গিয়েছে। তবে প্রতারকরা হস্তান্তরের পরও অনেক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেনি। সেসব শ্রমিকরা কিছুটা স্বস্তিতে রয়েছে। আপাতত তাদের শ্রীঘরে ঢুকতে হচ্ছে না।
 
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা